সজিবুল ইসলাম,ডোমকলঃ
রাজ্যের শাসক দল দ্বিতীয় বার ক্ষমতায় আসার সময় জলঙ্গি বিধান সভা বামেদের দখলেই রাখেন কিন্তু প্রার দুই বছর কাটতে না কাটতে সিপিআইএম বিধায়ক তৃণমূল কংগ্রেস যোগদান করেন।তার পর তৃতীয় বার তৃণমূলের টিকিটে হয়ে হয়ে আসেন বর্তমান বিধায়ক। আর সেই বিধান সভার ফরিদপুর অঞ্চলের এবার শাসক দল থেকে বাম দলে যোগদান করলেন প্রায় একশো কর্মী সমর্থক গণ এদিন জলঙ্গী বিধান সভার প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সহ এরিয়া কমিটির সম্পাদক আহসান আলীর হাত থেকে দলীয় পতাকা ধরেন।
এদিন যোগদান সভায় প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বিজেপি ও তৃণমূল কংগ্রেস কে একাধিক ভাষায় আক্রমণ করে বলেন যে ।এরা দুজনেই এক ।সকলে দুর্নীতি গ্রস্থ দল।এরা সাধারণ মানুষের জন্য নয় শুধু নিজেদের জন্য ।বাম আমলের অনেক নেতা মন্ত্রী আছে তাদের কে তো ইডি,সি আই ডি ডাকছে না। এদিন এক যোগদান কারি জানান যে তৃণমূলের দুর্নীতির কারণে দল ছেড়ে সিপিআইএম যোগদান করলাম।যায় হোক এরা গরীবের ঘরের জন্য কোনো কাটমানি নেয় না।তাই দলের আদর্শ দেখেই সিপিআইএম দলে যোগদান করলাম আমরা প্রায় একশো কর্মী সমর্থক গণ মিলেএদিন একটি যোগদান সভায় শাসক দল ছেড়ে বাম দলে নাম লেখায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584