সুদীপ পাল,বর্ধমানঃ
একদিন কাজে না গেলে সংসার চালানো দায়। তবু অভাবকে নিত্যসঙ্গী করে শুধু মনের জোরে বুদবুদের জে সি বোস ইন্সটিটিউট থেকে উচ্চশিক্ষার পাঠ নিচ্ছে সৌরভ সরকার।মেধাবী ছাত্র সৌরভের এই উচ্চশিক্ষাই সান্ত্বনা তার বাবা মোহিনী সরকারের কাছে।তিনি বলেন,”নিজের অল্প জমি থেকে যা আয় হয় তা দিয়ে দুই ছেলে মেয়ে স্ত্রীসহ চারজনের খাওয়ার খরচ যোগাতেই শেষ হয়ে যায়।অভাবের সংসারে সৌরভের এই উচ্চশিক্ষাই আমাদের সান্ত্বনা।”
সৌরভের বন্ধু ঝন্টু পাল বলেন, উচ্চশিক্ষার পাঠক্রমে প্রবল চাপ রয়েছে কিন্তু জমিতে নিয়মিত চাষ করেও পরীক্ষায় খুব ভালো ফল করছে সৌরভ। নিজেদের অল্প জমিতে ধান চারা লাগানো থেকে ধান কাটা, ধান ঝাড়াই পুরোটাই নিজের হাতে করে সৌরভ।এভাবেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছে সে।শুধু তাই নয়,জমি চাষ করে বোন শ্রাবণী সরকারকেও উচ্চশিক্ষার দরজায় পৌঁছে দিয়েছে।সৌরভ বলেন, “বিদ্যালয়ের ছাত্র থাকার সময় থেকেই শ্রমিক হিসাবে জমিতে কাজ করি।চাষের মজুরীর টাকা থেকে উচ্চশিক্ষার খরচা চালাই,কিন্তু এবারে জল না থাকার জন্য চাষে বেশ ক্ষতি হয়েছে।সেক্ষেত্রে আয় কম হলে পড়ার খরচে সমস্যা হবে।” ভবিষ্যতে চাকরী পেলে যারা সত্যিই পড়তে চায়, অথচ অভাবের কারণে পড়তে পারছে না,তাদের পাশে দাঁড়ানোর কথা বলেন সৌরভ।
আরও পড়ুনঃ দুঃস্থ ছাত্র ছাত্রীদের শীত বস্ত্র ও স্কুল ড্রেস বিতরণ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584