টোলট্যাক্স ফাঁকি দিতে গ্রামের রাস্তায় ওভারলোডেড পণ্যবাহী গাড়ি

0
73

সুদীপ পাল,বর্ধমানঃ 

জাতীয় সড়কের উপর টোল প্লাজা।টোল ট্যাক্স ফাঁকি দিতে গ্রামীণ রাস্তা ধরছে ওভারলোডেড গাড়ি। অভিযোগ, ২নং জাতীয় সড়কে উপর অন্যতম টোলপ্লাজা কাঁকসার বাঁশকোপা।সব গাড়ি এদিকেই যাওয়ার কথা অথচ তা না করে কিছু গাড়ি টোল এড়াতে গ্রামের পথ ধরছে। মুচিপাড়া–শিবপুর রোড দিয়ে যাওয়া যায় রাজবাঁধ।এই রাস্তাকেই বেশিরভাগ গাড়ি বেছে নিচ্ছে।পাথর ,বালি থেকে শুরু করে অন্যান্য মাল পরিবহণকারি ডাম্পার এবং লরিগুলি ওভারলোডেড অবস্থায় যাতায়াত করছে।ফলে রাস্তা ক্রমশই বেহাল হচ্ছে।

ওভারলোডেড গাড়ি যাওয়ার ফলে রাস্তায় ফাটল।নিজস্ব চিত্র

অনেকের যুক্তি শুধু টোল নয়, ওভারলোড থাকলে পুলিশি জরিমানা হয়। তাই সেই জরিমানা থেকে বাঁচতে এই পথ ধরছে অনেকেই। কিন্তু এইসব ওভারলোডেড গাড়ি যাতায়াতের ফলে মাস ছয়েক আগে সংস্কার হওয়া রাজবাঁধ থেকে গোপালপুর যাওয়ার রাস্তা এরই মধ্যে বেহাল হতে শুরু করেছে। সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলে বিষয়টি দেখার আশ্বাস মিলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here