ফারুক আহমেদ, উ. চব্বিশ পরগনা:
শনিবার বিকালে বাদুড়িয়া নিবাসী শান্তিকামী নাগরিকবৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত হল শান্তি, সম্প্রীতি ও সংহতির পদযাত্রা।
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান।বাদুড়িয়া দিচ্ছে ডাক, অশান্তি নিপাত যাক। ঘৃনা বিদ্বেষ নয় শান্তি চাই। এই সমস্ত শান্তি ও সম্প্রীতির পোস্টার হাতে বাদুড়িয়া ও এলাকার বহু সাধারণ মানুষ শান্তি মিছিলে পা মেলান। মিছিল শেষে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের শান্তি ও সম্প্রীতির গান গেয়ে শোনান যা সকলকে উৎসাহিত করে। মিছিলের উদ্দোক্তাদের অন্যতম অনির্বাণ দেব বলেন ‘বাদুড়িয়া চিরকাল শান্তি ও সম্প্রীতির মাটি, কোনও অশুভ শক্তি আমাদের মধ্যে হিংসা ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করতে পারবে না। আজকের এই অরাজনৈতিক শান্তি মিছিলে এলাকার সকল স্তরের ব্যাবসায়ী, দোকানদার, বুদ্ধিজীবীরা অংশগ্রহন করেন। যারা সাধারনত কোনদিন কোনও রাজনৈতিক দলের মিছিলে হাঁটেননি তাদেরই অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি।’
উদ্দ্যোক্তাদের আর একজন জাহাঙ্গীর মন্ডল বলেন ‘আমরা পুরানো দিনের মতো সকলে একসাথে ছিলাম আছি থাকব কোনও ঘটনা দূর্ঘটনা আমাদের সম্প্রীতির সম্পর্ক নষ্ট করতে পারবে না।’ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কুন্তল, সিরাজুল, শান্তনু,মুর্শিদুলদের শান্তির বার্তা ছড়িয়ে পড়ল সারা বাংলা তথা সারা ভারতবর্ষে।
ঘরে ঘরে পৌঁছে যাবে এই সম্প্রীতির আহ্বান।
বাদুড়িয়াতে সম্প্রীতি মিছিলে অঞ্চলের মানুষের সঙ্গে রতন বসু মজুমদার, প্রতুল মুখোপাধ্যায়, মিলন দত্ত,অজয় দত্ত, জাহাঙ্গির আলম, মিঠূ, নুরুল ইসলাম, নাজিমা, নীলিম গঙ্গোপাধ্যায়, অসীম গিরী, অমিত, নীতিশ রায়সহ ছাত্রছাত্রীরা ও আরও অনেকেই মিছিলে অংশ নিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584