টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু

0
74

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু। প্রি-কোয়ার্টারে বিশ্বের ১২ নম্বর তারকা ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে পরাজিত করেন সিন্ধু। ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী মিয়া ব্লিচফেডেল্টের বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জয় পেলেন তিনি। ৪১ মিনিটের লড়াইয়ে সিন্ধু প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে নেন। ভারতীয় তারকা প্রথম গেম জেতেন ২২ মিনিটে এবং মাত্র ১৯ মিনিটে শেষ করেন দ্বিতীয় গেম।

P V Sindhu
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এদিন ম্যাচের প্রথম থেকেই কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল সিন্ধুকে। ড্যানিশ প্রতিদ্বন্দ্বীও ভালই টেক্কা দিচ্ছিলেন। কিন্তু যত ম্যাচ এগােয় ততই ছন্দে ফিরতে থাকেন সিন্ধু। এই ম্যাচের আগে ৫ বার ড্যানিশ শাটলারের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। জিতেছিলেন চারটি ম্যাচ। হেরেছিলেন মাত্র একটি ম্যাচে। অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে জয়ের পর সেই রেকর্ড আরও একটু ভালো করলেন পিভি। এই নিয়ে পরপর ৩ ম্যাচেই স্ট্রেট গেমে ৫-১ ব্যবধানে এগিয়ে রইলেন সিন্ধু।

এর আগে মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয়লাভ করেছিলেন পি ভি সিন্ধু। সেইসময় সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন হংকংয়ের নান ই চেয়ুং। মাত্র ২৯ মিনিটে প্রথম ম্যাচ জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও প্রিয় হিসেবেই নেমেছিলেন ভারতীয় শাটলার। এদিন স্ট্রেট গেমে জয় পেলেন সিন্ধু।

আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় বক্সার পূজা রানি

সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-৯, ২১-১৬। শেষ আটে সিন্ধু কোর্টে নামবেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই জাপানি তারকা আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। এই মুহূর্তে বিশ্বের ৫ নম্বর ব্যাডমিন্টন তারকা হলেন ইয়ামাগুচি। অন্যদিকে, সিন্ধুর বিশ্বব়্যাঙ্কিং এই মুহূর্তে ৭।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here