আগামী একবছরের জন্য রাজ্যে নিষিদ্ধ গুটখা ও পানমশলা, নির্দেশিকা জারি করল নবান্ন

0
72

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

আগামী একবছরের জন্য রাজ্যে নিষিদ্ধ হল তামাকজাত দ্রব্য গুটখা ও পানমশলা। মঙ্গলবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করে একথা ঘোষণা করা হল। আগামী ৭ নভেম্বর থেকে রাজ্যে দুই তামাকজাত দ্রব্য গুটখা ও পানমশলার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তামাক সেবন স্বাস্থ্যকর নয়, এই কথা উল্লেখ করা হয়েছে নবান্নের তরফে জারি করা ওই নির্দেশিকায়।

Paan masala
প্রতীকী চিত্র

পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দফতরের ডিরেক্টর তপন কান্তি রুদ্রের স্বাক্ষর রয়েছে ওই নির্দেশিকায়। রাজ্য সরকারের তরফ থেকে জারি করা এই নির্দেশিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর থেকে বন্ধ হবে গুটখা ও পানমশলা বিক্রি ও উৎপাদন।

তামাকজাত দ্রব্য গুটখা ও পানমশলার উপর নিষেধাজ্ঞা নিয়ে নবান্নে তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে যে, ৭ নভেম্বরের পর থেকে ওই দুই তামাকজাত দ্রব্যের পাশাপালি গুদামজাত দ্রব্যও বিক্রি করা যাবে না। আর যদি কোনো ব্যবসায়ী সরকারি নির্দেশিকা অমান্য করে গুটখা বা পান মশলা বিক্রি করেন তাহলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

আরও পড়ুনঃ দুয়ারে রেশন নিয়ে ডিলারদের জট কাটল না, বিজ্ঞপ্তি বাতিলের আবেদন খারিজ করল হাইকোর্ট

আগামী এক বছরের জন্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে, নবান্ন সূত্রে এমনটাই খবর। করোনা পরিস্থিতিতে যেখানে সেখানে ফেলা থুথু, পিক বিপদ ডেকে আনতে পারে, বলছেন চিকিৎসকরা। এই কথা মাথায় রেখেই গুটখা ও পানমশলার উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here