সুদীপ পাল,বর্ধমানঃ
জমির কাটা ধানে বর্জ্য কেমিক্যাল মিশ্রত জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক চালকল মালিকের বিরুদ্ধে।গলসির চাষী আব্দুল করিম মল্লিক পাকা ধান কেটে রেখেছিলেন কিন্তু তারপর দিন জমিতে শ্রমিক নিয়ে গিয়ে দেখেন পাকা ধান চালকল মালিক বর্জ্য কেমিক্যাল মিশ্রিত জলে ডুবিয়ে দিয়েছে। চালকল কর্তৃপক্ষের পক্ষে সুরেশ মন্ডল বলেন,জল ঢুকে গেছে নিশ্চয় ব্যবস্থা নিতে হবে।যদিও কৃষকের অভিযোগ,আগেও কয়েকবার ধান নষ্ট করেছে চালকল মালিক।বিনিময়ে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা তা তাকে দেওয়া হয়নি।গত বছর বিডিও, পঞ্চায়েত সমিতি ও রাজ্য দূষন দফতরে জানিয়েও কোন সুরাহা হয়নি।গত বছরের প্রসঙ্গে সুরেশবাবু বলেন,এই বিষয়টি তিনি জানেন না।তিনি নতুন এসেছেন।গলসী ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জ্জী জানান, একটি অভিযোগ এসেছে।তা খতিয়ে দেখা হচ্ছে।আব্দুলবাবু বলছেন,কৃষি ঋন নিয়ে চাষ করেছি এইভাবে ধান নষ্ট করে দিলে কিভাবে কৃষি ঋন শোধ করবো।নিরপেক্ষ তদন্তের দাবী করছেন এলাকার চাষীরা।
আরও পড়ুনঃ দুঃস্থদের কম্বল বিতরণ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584