নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ
গত দুদিন ধরে সকাল থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে।একটানা বৃষ্টিতে জলমগ্ন হয় বিভিন্ন এলাকা।নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় বেশ কিছু এলাকায় হাটু জল জমতে দেখা যায়। । সড়কের উপর জল জমে যায়, নানান বাস স্ট্যান্ড ও নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে অবিরাম বৃষ্টিতে। গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে বৃষ্টিপাতের পরিমান কম হলেও একটানা টিপ টিপ করে বৃষ্টি চলে সারাদিন। দুদিনের বৃ্ষ্টিতে যানবাহনের সংখ্যা ছিল কম। সরকারি দপ্তরের হাজিরাও ছিল কম । বৃষ্টির কারণে স্কুল ও কলেজ গুলিতে ছাত্র ছাত্রী উপস্থিতির হার অত্যন্ত কম।পাল্লা দিয়ে ব্যবসায়ীরাও খদ্দেরের অভাবে বন্ধ রেখেছিল দোকান। শহরের চিত্র ছিল একই রকম। সরকারি স্কুল ও কলেজ গুলিতে ছাত্র সংখ্যা কম থাকার কারণে প্রথম ক্লাসের পর ছুটি হয়ে যায় বেশ কিছু স্কুল ও কলেজ।
তবে অনাবৃষ্টির কারণে বেশ কিছু ব্লকে কৃষকেরা সেচের সমস্যার মধ্যে পড়েছিল।সেচের অভাবে চাষের জমি ফেটে যেতে দেখা যায়। একটানা অবিরাম বৃষ্টিতে চাষের জমিতে পর্যাপ্ত জল জমেছে বলে জানান জেলার কৃষকেরা।
দক্ষিন দিনাজপুর জেলা কৃষি আধিকারিক জ্যোতির্ময় বিশ্বাস বলেন গত দুদিন ধরে সকাল থেকে জেলাতে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে ।এদিনের বৃষ্টিতে আমান ধানের দারুন ভাবে লাভ হয়েছে অনেক জায়গাতে জমিতে জলের অভাব ছিল এই বৃষ্টি মাধ্যমে তা পূরণ হলো এখন আমন ধানের যথেষ্ট বৃদ্ধি হবে।চাষিরা সঠিক ভাবে ধান গাছের পরিচর্যা করতে পারবেন।
বুনিয়াদপুরের এক ধান চাষি হরেন রায় বলেন গত দুদিন থেকে বৃষ্টি হচ্ছে ফলে জমিতে পর্যাপ্ত জল জমেছে। দীর্ঘদিন ধরে বৃষ্টির দরকার ছিল সেচের জন্য। দুদিনের একটানা বৃষ্টিতে অনেকটাই লাভ হলো ধান চাষিদের।
আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষের গুলিতে আহত সাধারণ ব্যক্তি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584