মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
আবারও দর্শককে একটা বড়সড় সুখবর দিল পরিচালক সত্যজিৎ দাস। আফ্রিকার সময়ানুযায়ী শুক্রবার সকাল সাড়ে দশটায়(ভারতীয় সময় বিকাল সাড়ে ৪টে) আফ্রিকার একটি টিভি চ্যানেলে টেলিভিশন প্রিমিয়ারে দেখানো হবে প্রতিটি অ্যাওয়ার্ড বিজয়ী সিনেমা। এর মধ্যে সত্যজিৎ দাস পরিচালিত ছবি ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’-ও দেখানো হবে ওই চ্যানেলে।
সম্প্রতি আফ্রিকার রিয়েল টাইম ফিল্ম ফেস্টিভ্যালে সেরা বিশ্বাস ভিত্তিক চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছে এই ছবিটি। এর আগেও দেশ-বিদেশের বহু ফেস্টিভ্যালে ত্রিশটিরও বেশি পুরস্কার পেয়েছে এই ছবি।
২১শে ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছিল ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। ৯০ মিনিটের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ রহমান। একজন অন্ধ ছেলের চিত্রকর হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি এই ছবি। অন্ধ চিত্রকরের পাশাপাশি মা-ছেলের স্নেহের সম্পর্ককেও তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর আজ আফ্রিকায় বসে টেলিভিশনের পর্দায় এই ছবিটি দেখতে পাবেন প্রবাসী বাঙালিরাও।
শুধু প্রবাসীরা নন আফ্রিকার সমস্ত দর্শকই এই ছবিটি দেখতে পাবেন অরিস টিভিতে। একজন অন্ধ ছেলে কিভাবে চিত্রকর হয়ে উঠতে পারে, তা আপনিও জানতে চান তো? তাহলে আপনি যদি আফ্রিকাবাসী হন তবে অবশ্যই আজ সকাল সাড়ে দশটায় চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584