ওয়েবডেস্কঃ
বিশ্ব রাজনৈতিক চাপে হাফেজ সাইদের জামাত-উদ-দাওয়া এবং তার শাখা সংগঠন ফালাহ-এ-ইনসানিয়াত-ফাউন্ডেশনকে বেআইনি ঘোষণা করল পাকিস্তান।
পিটিআই সূত্রে সংবাদ সংস্থা দ্য হিন্দু জানিয়েছে যে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে ন্যাশনাল সিকিউরিটি কমিটির এক মিটিংয়ে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানা গেছে যে জামাত-উদ-দাওয়া সংগঠনের অধীনে প্রায় ৩০০ ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল, প্রকাশনা হাউস এবং অ্যাম্বুলেন্স পরিষেবা চলে। বেআইনি ঘোষণা হওয়া উপরিউক্ত দুই সংগঠনে প্রায় পঞ্চাশ হাজার স্বেচ্ছাসেবক কর্মীও আছে।
আরও পড়ুনঃপুলওয়ামা নিয়ে ইমরানের সুরেই সুর মেলালেন আফ্রিদি
উল্লেখ্য, ২০১৪ সালে আমেরিকা এই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দেয়। হাফিজ সাইদ দীর্ঘদিন গৃহ বন্দি ছিলেন। অবশেষে ২০১৭ সালে তিনি গৃহবন্দী দশা থেকে মুক্তি পান। (ছবি সৌজন্যে-দ্যা হিন্দু)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584