টানা চার জয়ে আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছাল বাবর আজমের দল

0
103

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

টানা তিন ম্যাচ জয়ে টগবগিয়ে ছুটছিল পাক বাহিনী। তাই গত রাতের ম্যাচে চেয়েছিল সেমিফাইনালে পৌঁছাতে। সেই মোতাবেক কোন তাড়াহুড়ো না করে একদম চাপ বিহীন ক্রিকেট খেলে এবারের আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো। তাদের তুলনায় অনেক কম শক্তিধর টীম নামিবিয়ার বিপক্ষে হেসে খেলে জিতেছে পাকিস্তান। নামিবিয়া এ লক্ষ্য তাড়া করতে নেমে খেলেছে পুরো ২০ ওভার। শেষ পর্যন্ত ৪৫ রানে হারলেও ৭ উইকেটে ১৪৪ রান তোলাটা তাঁদের সামর্থ্যের পরিচায়ক।

Mohammad Rizwan
দূর্দান্ত ব্যাটিং করেছেন রিজওয়ান

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যেভাবে খেলছে তাতে এ ম্যাচে নামিবিয়াকে কেউ পাত্তা দেয়নি। স্কটল্যান্ডকে হারিয়ে আফ্রিকার দলটি গত রাতে পাকিস্তানের বিপক্ষেও লড়াকু মানসিকতা দেখাল। শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফদের বিপক্ষে নামিবিয়ার ২০ ওভার খেলাই তার প্রমাণ। এর পাশাপাশি পাকিস্তানি বোলারদের বল সুযোগমতো সীমানাছাড়া করতে পারার সামর্থ্যও নজর কেড়েছে। তবে পাকিস্তান ঠিকই টানা চার জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে উঠেছে সেমিফাইনালে।

আবুধাবির উইকেট পুরোপুরি পেসবান্ধব না হলেও পেসাররা বল তুলতে পেরেছেন। স্পিনারেরাও বাঁক পেয়েছেন সন্ধ্যার ম্যাচে। বোলারদের দিকে তাকিয়ে টস জিতে নামিবিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সুযোগ পেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু তিনি সম্ভবত ব্যাটিংটা আগে ঝালিয়ে নিতে চেয়েছেন। সন্ধ্যায় শিশিরের মধ্যে বল ‘গ্রিপ’ করা কঠিন, তাই আগে ব্যাট করে ব্যাটিং সার্মথ্যটা বুঝে নিলেন পাক অধিনায়ক।

PAK vs NAM

বাবর-মোহাম্মদ রিজওয়ান ১৪.২ ওভার পর্যন্ত খেলে ওপেনিং জুটিতেই তুলেছেন ১১৩ রান। ৭ চারে ৪৯ বলে ৭০ রান করেন বাবর। দুই পাকিস্তানি ওপেনারের এ জুটিতে নামিবিয়ান বোলারদের খাটো করে দেখলে ভুল হবে।পাওয়ার প্লে–তে বাবর–রিজওয়ানকে মাত্র ২৯ রান তুলতে দেয় নামিবিয়া। এর মধ্যে প্রথম ওভার আবার মেডেন নেন পেসার রুবেন ট্রাম্পেলমান।

Babar Azam
আসরে তৃতীয় অর্ধ শতরানের পথে আজম, যা অধিনায়ক হিসেবে রেকর্ড

প্রথম ১০ ওভারেও সেভাবে হাত খুলতে পারেননি বাবর–রিজওয়ান। বিনা উইকেটে ৫৯ রান তুলেছিল পাকিস্তান।১৬তম ওভারে ফখর জামান (৫) আউট হওয়ার পর ইনিংসের বাকি পথটা সামাল দেন রিজওয়ান ও মোহাম্মদ হাফিজ। তৃতীয় উইকেটে ২৬ বলে অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েন দুজন। ১৬ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন হাফিজ। ৪ ছক্কা ও ৮ চারে ৫০ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

বড় রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লে–তে খেই না হারিয়ে পাকিস্তানের পাওয়ার প্লে ইনিংসের চেয়ে বেশি রান তুলেছে নামিবিয়া। ৬ ওভার শেষে নামিবিয়ার স্কোর ছিল ১ উইকেটে ৩৪। ওপেনার মাইকেল ফন লিনগেনকে (৪) তুলে নেন হাসান আলী।

আরও পড়ুনঃ এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ন বাটলার! তাঁর কাঁধে ভর দিয়ে লঙ্কান তরী পার

১০ ওভার শেষেও অন্তত রানে এগিয়ে ছিল নামিবিয়া- ২ উইকেটে ৭০। পাকিস্তানের বোলাররা পার্থক্য গড়েছেন শেষ ১০ ওভারে। আর নামিবিয়া ম্যাচটা হেরেছে অভিজ্ঞতার কাছে মার খেয়ে। শেষ ১০ ওভারে আরও ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে নামিবিয়া। ৩১ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন ডেভিড ভিসা। ৩৭ বলে ৪০ রান করেন ক্রেগ উইলিয়ামস।

আরও পড়ুনঃ কোন পাকিস্তানি নন, শামির পাশে দাঁড়ানোয় কোহলির শিশু কন্যাকে ধর্ষণের হুমকি ভারতীয়র

Pak cricketer Rizwan
ম্যাচের সেরা প্লেয়ার মহম্মদ রিজওয়ান

১টি করে উইকেট নেন হাসান আলী, হারিস রউফ, শাদাব খান ও ইমাদ ওয়াসিম। নামিবিয়ার হয়ে ১টি করে উইকেট ভিসে ও ইয়ান ফ্রাইলিঙ্কের। এ ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হন পাক উইকেট কিপার- ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here