স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৯ উইকেটে পর্যদুস্ত করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করল দক্ষিণ আফ্রিকা।
South Africa captain Faf du Plessis has been suspended for one Test for a second minor over-rate offence within 12 months.
READ 👇https://t.co/4zfyF2onJT pic.twitter.com/KbTUjgUWg0
— ICC (@ICC) January 6, 2019
পাকিস্তানের প্রথম ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে যাওয়ায় পর দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৩১ রান তোলে। গতকাল মাসুদের ৬১, সাফিকের ৮৮ ও বাবর আজমের ৭২ রানের উপর ভর করে শেষ পর্যন্ত ইনিংসে হার বাঁচাতে সক্ষম হয় পাকিস্তান। শেষ পর্যন্ত তাঁরা দ্বিতীয় ইনিংসে ২৯৪ রান তুলে মাত্র ৪০ রানের লিড পায় । আজ চতুর্থ দিনে মাত্র এক উইকেট খুইয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।ফলে জোহনাসবার্গের টেস্ট ম্যাচ এখন শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।
তবে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হলেও স্লো ওভাররেটের জন্য অধিনায়ক ফাফ ডু-প্লেসিসকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584