নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
মঙ্গলবার পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী আন্তর্জাতিক সংস্থাকে ভারতের দায়িত্ব জ্ঞানহীন মহাকাশ মিশনের নোটিশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এক টুইট বার্তায় মন্ত্রী বলেছিলেন, “ভারত মহাকাশ ধ্বংসস্তূপের বিশাল উত্স হয়ে উঠছে।” তিনি আরও যোগ করেছেন যে নয়া দিল্লির ‘দায়িত্ব জ্ঞানহীন’ মহাকাশ মিশন পুরো ইকো সিস্টেমের জন্য বিপজ্জনক এবং এতে আন্তর্জাতিক সংস্থাগুলির গুরুতর নোটিশের প্রয়োজন রয়েছে।
India is becoming a huge source of Space debris, irresponsible space missions of India are dangrous for whole eco system, needs serious notice by Int organizations
— Ch Fawad Hussain (@fawadchaudhry) December 3, 2019
ভারতের ল্যান্ডার ‘বিক্রম’ যা সেপ্টেম্বরে চাঁদে ব্যর্থ অবতরণ করেছিল, তার জন্য ব্যর্থ ভারতীয় মহাকাশ গবেষণাকারীদের ধন্যবাদ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষ পেল নাসা
সোমবার নাসা তার লুনার রিকনোসায়েন্স অরবিটারের (এলআরও) তোলা একটি ছবি প্রকাশ করে ঘোষণা করেছে যেখানে দেখা গিয়েছে ভারতীয় তারিখ ৬ সেপ্টেম্বর এবং মার্কিন তারিখ ৭ সেপ্টেম্বরে চাঁদের যে পৃষ্ঠে বিক্রম অবতরণ করেছিল, সেই পৃষ্ঠের ধ্বংসাবশেষ।
ছবিটির একটি সংস্করণ প্রকাশ করা হয়েছে যেখানে ধ্বংসাবশেষ ক্ষেত্রটি বোঝানোর জন্য প্রায় কয়েক ডজন জায়গা জুড়ে কয়েক কিলোমিটার অঞ্চল চিহ্নিত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584