শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২নম্বর ব্লকের শ্যাম বাটি গ্রামের মেয়ে পামলিকা দত্ত ইতিমধ্যেই খাজাকস্তান এর আলমাটি শহরে ইন্টারন্যাশনাল বুদকাই ইউনিয়ন আয়োজিত ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল কয়েকদিন আগে এই প্রতিযোগিতায় ২২ টি দেশ যোগদান করেছিল।এই প্রতিযোগিতায় পামলিকা রুপো জিতেছেন।
এশিয়ার দেশগুলোকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ পান।মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বালিকা বাড়িতে ফেরেন তাকে অনেকেই সংবর্ধনা জ্ঞাপন করেছেন।এলাকায় প্রবল উৎসাহ উদ্দীপনা চোখে পড়ল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ২০১১ সাল থেকে টানা পাঁচবার তিনি রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন যার মধ্যে তিনবার ছিল কাতা বিভাগে ও দুবার কৃমিতে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন।
২০১৩ সালে জাতীয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছিল পামলিকা।২০১৭ সালে জেলায় সেরা কন্যাশ্রী উপাধি পায় পামলিকা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুরস্কৃত করেছেন।
বাবা মদন সরকার জানিয়েছেন যে “কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে পামলিকা আজ অনেকটাই সফলতা অর্জন করে যাচ্ছে।সামনেই ইউক্রেনে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে সেখানে ও সফল হবে বলে আশা রাখছি।” পামলিকা জানিয়েছেন যে “ক্যারাটে আমার প্রান, সোনা হাতছাড়া হয়েছে একবার পরের প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য আমি প্রচন্ড ভাবে পরিশ্রম করে যাচ্ছি।”
আরও পড়ুনঃ চল্লিশ তম আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584