সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
নিজের পঞ্চায়েত এলাকায় জমি মাফিয়াদের হাতে আক্রান্ত পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী।প্রধানকে বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও তিন চারজন।আহত সকলেই চিকিৎসাধীন।এই আক্রমণে অভিযোগের তীর এলাকার জমি মাফিয়া মহাদেব নাইয়ার বিরুদ্ধে।পাথরপ্রতিমা থানার লক্ষ্মী জনার্ধনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বদ্বারিগপুরের আদিবাসী পাড়ার ঘটনা।
অভিযোগ লক্ষ্মী জনার্ধনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দ্বারিকাপুর মৌজার আদিবাসী পাড়া।এই পাড়ার ব্রিজ সংলগ্ন যে জায়গা।সেই জায়গার উপরে আদিবাসীরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন।সেই জায়গাটি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার ভূমি দপ্তর থেকে রেকর্ড পান।কিন্তু পরবর্তীকালে স্থানীয় বিরোধী দল সিপিএম সর্মথকেরা ওই জায়গাটি দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে।দীর্ঘদিন ধরে এই জায়গার দখল নিতে তারা নানা রকম পরিকল্পনা করছিল বলে জানা যায়।
আরও পড়ুনঃ চার পরিবারের সদস্যদের ঘরছাড়া করার অভিযোগ প্রধানের বিরুদ্ধে
বিগত কয়েকদিন পূর্বে ওই জায়গা দখল করার উদ্দেশ্যে তারা সেখানে চড়াও হয়। গ্রামবাসীরা বাধা দেওয়ায় তারা পিছু হটে।কিন্তু আজ সকালে বহিরাগত কিছু দুষ্কৃতী নিয়ে ওই জায়গার উপরে ঘর বাঁধার জন্য হাজির হন মহাদেব নাইয়া।সেখানেই ঘটে বিপত্তি।স্থানীয় প্রধান অনুরাধা মাঝি ঘটনাস্থলে যান।সঙ্গে ছিলেন তার স্বামী সুভাষ মাঝি।প্রধানের উপরে চলে অকথ্য গালিগালাজ।কিল ঘুষি মারতে থাকে মহাদেব। মার খায় প্রধানের স্বামী। স্বামীর চিৎকারে স্থানীয় লোকজন তাদের বাঁচাতে দৌড়ে আসে।দুষ্কৃতীরা তীর ধনুক আগ্নেয় অস্ত্র নিয়ে তাদের দিকে দৌড়ে আসে।
প্রাণ ভয়ে এলাকার মানুষজন পালিয়ে যায়।বিরোধী দলের দুষ্কৃতীরা প্রধানের স্বামী সুভাষ মাঝিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।প্রধানকে লোহার রড দিয়ে পিছনে মারে। সেখানেই সংজ্ঞা হারায় প্রধান।পাথরপ্রতিমা থানায় খবর যাবার পরে বিশাল পুলিশবাহিনী এসে প্রধান,এবং প্রধানের স্বামী এবং অন্যান্য অন্যান্য আহতদের উদ্ধার করে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে স্থানীয় অজামিল নাইয়া প্রধানকে বাঁচাতে গেলে তাকে এমন মারধর করে স্থানীয় রায়দিঘি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। তাকে ডায়মন্ডহারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।যদিও মূল অভিযুক্ত আমাদের প্রতিনিধির কোন প্রশ্নের জবাব দেয় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584