পাচার রুখতে পঞ্চায়েত প্রধানদের বিশেষ দায়িত্ব গ্রহণ করতে হবেঃ কলকাতা হাইকোর্ট

0
81

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে এবার থেকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে পঞ্চায়েত প্রধানকে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ‘এই নির্দেশ ভালোভাবে কার্যকর করতে সব জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রধানকে শিশু অধিকার ও বাল্যবিবাহের কুপ্রভাব সমন্ধে অবহিত করতে হবে। পঞ্চায়েত স্তরে এই প্রসঙ্গে জানানো ও তৎপরতার সঙ্গে প্রতিকারমূলক পদক্ষেপ হচ্ছে কিনা তার নজরদারি করা জেলাশাসকের কর্তব্য।’

kolkata highcourt | newsfront.co
ফাইল চিত্র

আরও পড়ুনঃ করোনা সঙ্কটের মাঝে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম

হাইকোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের কমিশনার সুদেষ্ণা রায় বলেন, “আদালতের নির্দেশ খুবই ভালো। শিশু পাচার রোধে ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যকে যুক্ত করা হয়েছে। তাঁদের ছাড়া সাফল্যের সঙ্গে এই কাজ করা সম্ভব নয়। পাচার রুখতে পুলিশ ও প্রশাসনও সজাগ রয়েছে। লকডাউনের সময় কমিশনের কাছে ২০০টিরও বেশি বাল্যবিবাহের অভিযোগ এসেছে। প্রায় সবকটি অভিযোগেরই সুরাহা হয়েছে। বাল্যবিবাহ বন্ধ করা গিয়েছে।”

সম্প্রতি জাতীয় শিশু সুরক্ষা কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছিল করোনা, লকডাউন ও আমপান পরবর্তী সময়ে এ রাজ্যে প্রায় ১৩৬ জন নাবালিকার বিয়ে হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here