আবাস যোজনায় কাটমানির অভিযোগ কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষের বিরুদ্ধে

0
78

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কুমারাষন্ড গ্রাম পঞ্চায়েতের ষোলপাড়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠল কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ ও তাঁর স্বামীর বিরুদ্ধে।  বুধবার ষোলপাড়া গ্রামের বাসিন্দা মহব্বত আলি, মনিরুল হক, মেমরানি বিবি, ফুলি বেগম, জাহারা বিবি, উসনেহার বিবি প্রমুখ্য কান্দি বিডিও কাছে কাটমানি নেওয়ার অভিযোগ জানিয়েছেন কান্দি পঞ্চায়েত সমিতির শিশু ও নারী উন্নয়ন, জন কল্যাণ, ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সাবিনা বিবির বিরুদ্ধে। এছাড়াও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে  তৃণমূল নেতা আসরাউল সেখ এবং  বানী ইসরাইল সেখের বিরুদ্ধেও।

নিজস্ব চিত্র

এ বিষয়ে কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিক রমন ভট্ট তাদের অভিযোগ পেয়ে বলেন ” সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।  যদি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি। যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাবেনা বিবি বলেন ” অভিযোগ মিথ্যা। রাজনৈতিক ভাবে চক্রান্ত করা হয়েছে। ” কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রার্থ প্রতীম সরকার বলেন ” আবাস যোজনা সঙ্গে পঞ্চায়েত সমিতির কোনো সম্পর্ক নেই সুতরাং ঘর পাইয়ে দেওয়া এবং টাকা নেওয়ার অভিযোগ অসত্য। তবুও তদন্তে করে  বিষয় টি দেখতে হবে। ”

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here