সীমান্তে নিরাপত্তা বাড়াতে সাইরেন প্রদান পঞ্চায়েত প্রধানের

0
91

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের রাণীনগর সীমান্তের কাতলামারী ১ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ১১৭ নং বিএসএফদের হাতে তুলে দেওয়া হল সাইরেন মেশিন। এই সাইরেনের ফলে অনেকটাই সুবিধা হবে কৃষকদের এমনটাই মনে করছেন সাধারণ কৃষক থেকে বিএসএফের কর্মকর্তারা।

BSF Camp
সাইরেন প্রদান। নিজস্ব চিত্র

অনেক সময় বাংলাদেশের খুব কাছের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশের বিজিবি কিংবা দুষ্কৃতি মারফত হয়রানিতে পড়তে হয় কৃষকদের। তবে এবার থেকে কোনো বিপদ সংকেত পেলেই বেজে উঠবে ওই সাইরেন। আওয়াজ শুনতে পেলেই সঙ্গে সঙ্গে কৃষকদের চলে আসতে হবে ভারতীয় বিএসএফদের নিকটে। এছাড়াও অন্যান্য সমস্যার ক্ষেত্রেও অনেক সময় সকল কৃষকদের সতর্ক করা যায় না। এই সাইরেনের ফলে সেইসব সমস্যাও মিটবে বলে মনে করছেন তারা।

আরও পড়ুনঃ স্কুলের দুই শিক্ষিকা ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যাওয়ায় বন্ধ হতে চলেছে স্কুল

কৃষকদের বক্তব্য, বায়োমেট্রিকের পর এই সংযোজন অনেকটাই সুবিধা হবে তাদের সীমান্তে কৃষি জমিতে কাজের ক্ষেত্রে। এদিন মঙ্গলবার কাতলামারী-১ এর প্রধান তৃণমূলের বাসুদেব সাহা, রাণীনগর-২ এর সহকারী সভাপতি দূর্গা রানী হালদার ও কাতলামারী-১ সদস্য গণ বিএসএফদের হাতে ওই সাইরেন যন্ত্রটি তুলে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here