শ্যামল রায় বর্ধমান:
কালনা 1 নম্বর ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার সঙ্গীকে গুলি করে মারল দুষ্কৃতীরা। পঞ্চায়েত ভোটের মুখে দুই নেতাকে খুন করার অভিযোগ ঘিরে এলাকায় তোলপাড়। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃত প্রধানের নাম শুকুর আলী শেখ ও তার সঙ্গীর নাম বাপন শেখ।
রবিবার ওই দুই তৃণমূল নেতার মৃতদেহ এলাকায় এলে তৃণমূলের কর্মী-সমর্থকরাও তাদেরকে শ্রদ্ধা জানান। 2 তৃণমূল নেতা খুনের অভিযোগ দায়ের করা হয়েছে কালনা থানায়। পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে। যদিও জেলা তৃণমূল নেতারা এই খুনের ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
জানা গিয়েছে যে শনিবার রাতে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকুর আলী শেখ তার সঙ্গী বাপন শেখকে নিয়ে মটরবাইকে করে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে হরিশঙ্কর মোরে দুষ্কৃতীরা তাদের বাইক আটকে দেওয়ার জন্য রাস্তায় দাড়ায়। প্রধান শুকুর আলী শেখ তার বাইক দ্রুতগতিতে চালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা বাঁশ দিয়ে প্রধান দের পথ আটকানোর সময় মারধর শুরু করে।মোটর বাইকে বসা প্রদানসহ তার সঙ্গীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর সঙ্গী বাপন শেখের। জানা গিয়েছে বাপন শেখের বাড়ি উত্তরা গ্রামে।
পঞ্চায়েত প্রধান শুকুর আলীর পেটে গুলি লাগার আহত অবস্থায় দ্রুত নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকরা কলকাতায় রেফার করেন। কলকাতা হাসপাতালে যাওয়ার পর মৃত্যু হয় পঞ্চায়েত প্রধান শুকুর আলী শেখের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584