পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজির স্মৃতি আজও অমলিন

0
99

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রামের জমিদার বাড়ির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি আজও অমলিন। ১৯২৯ সালের মে মাসে একটি সভা সংগঠিত করতে পাঁচথুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আসেন এবং সেখানে সভা সম্পূর্ণ করার পর রাত্রিযাপন করেন পাঁচথুপির ঘোষ মল্লিক বাড়িতে। পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক সম্পর্ক ক্রমশ বেড়ে সখ্যতা গড়ে ওঠে।

panchthupi
নিজস্ব চিত্র

নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা চিঠি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক পরিবারে। নেতাজী সুভাষ চন্দ্রের লেখা সেই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা চলে না শহরের ছাপ রয়েছে। কিন্তু বাস্তবে আজও পৌরসভার অধীনে না হওয়ায় আক্ষেপ অনেকটাই থেকে গিয়েছে পাঁচথুপির বাসিন্দাদের মধ্যে। সুনীল মোহন ঘোষ মল্লিকের ছেলে সুদীপ মোহন ঘোষ মল্লিক জানান, তাদের বাড়িতে নেতাজি এসে তার পিসির কাছে লুচি এবং আলুর দম খেতে চেয়েছিলেন। সেই লুচি, আলুরদম তৃপ্তিভরে খান তিনি। তবে নেতাজির পাঁচথুপিতে আসার কথা কোনোক্রমে ইংরেজদের কানে চলে যায় আর তখনই সেই খবর জানতে পেরে পাঁচথুপির ঘোষ মল্লিক বাড়ি থেকে ছদ্মবেশ ধরে বর্ধমানের উদ্দেশ্যে নদীর পাড় দিয়ে চলে যান। নেতাজি সুভাষচন্দ্র বসু যেই ঘরে রাত্রিবাস করেছিলেন সেই ঘর আজ রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। কিন্তু পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক এবং স্মৃতি আজও অমলিন।

Panchthupi Ghosh Mallick family
পাঁচথুপির ঘোষ মল্লিক পরিবার। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন সালারে

তবে ঘোষ মল্লিক পরিবারের সদস্যদের দাবি, সারা বছর তারা ইতিহাসের থেকে অনেকটা দূরেই থাকে ঠিক ১৫ ই আগস্ট, ২৩ শে জানুয়ারি কিংবা ২৬ শে জানুয়ারি তাদের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমনের কথা ভেসে ওঠে। সুভাষ চন্দ্র বসুর পদধূলিতে পাঁচথুপির মাটি ধন্য। আজও পাঁচথুপির ঘোষ মল্লিক বাড়ির দেওয়ালে দেওয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here