পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের গ্রিন তবলা

0
157

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় দিলেন এক নতুন চমক। তিনি তাঁর মিউজিক্যাল জার্নিতে পেয়েছেন ‘জিমা’র মতো পুরস্কারও। তৈরি করেছেন রিদম এক্সপ্রেসের মতো ফিউশন ব্যান্ড। তিনি সম্প্রতি নিয়ে এলেন তাঁর ‘গ্রিন তবলা’।তবলা একটা বাদ্যযন্ত্র, তাতে বৃক্ষরোপণ করে নতুন এক দিক দেখালেন শিল্পী।

pandit pradyut mukherjee | newsfront.co

অব্যবহৃত তবলার খোলে বসালেন গাছ। সাজালেন বাড়ির ছাদ, বসার ঘর। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমন এক অভিনব উদ্যোগ নিলেন শিল্পী।তিনি জানান- “এমন অনেক তবলা রয়েছে যেগুলো এখন আর ব্যবহার করিনা। সেগুলো ঘরে পড়েই ছিল। মনে হল, এই ভাবে যদি কাজে লাগে, ভাল হয়।এই সব তবলার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। সেগুলো চোখের সামনেও থাকছে, ঘরের শোভাও বাড়াচ্ছে,পরিবেশের কাজেও লাগছে।

green tabla | newsfront.co

আরও পড়ুনঃ পাশে আছে ভাস্বর

এই ভাবনার নেপথ্যে রয়েছেন সুদীপ্ত চন্দ। ওর বলা ভাবনাটা আমার খুবই ভাল লেগে যায়। ঘরের অব্যবহৃত তবলাগুলো নিয়ে বানিয়ে ফেললাম গ্রিন তবলা।টবের জায়গায় তবলা দিয়ে রিপ্লেস করেছি। ঘরের অন্দরসজ্জাতেও খুব সুন্দর লাগছে বাদ্যযন্ত্রের সঙ্গে গাছের এই সজ্জা।”তিনি আরও বললেন- “৫ই জুন আমার জন্মদিনও। এরকম একটা কাজ এই বিশেষ দিন উপলক্ষে করতে পেরে খুবই ভালো লাগছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here