নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার পর এবার পঙ্গপালের আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ভেটিয়ার জঙ্গল লাগোয়া সারসা গ্রামে।

বৃহস্পতিবার সকালে হঠাৎ পঙ্গপাল জাতীয় কোন পতঙ্গকে বিভিন্ন গাছের ডালে দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথেই খবর দেওয়া হয় জেলার কৃষি দফতরে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরেই গ্রামে ছুটে আসে কৃষি দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ রেশন বিলি ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা
খড়্গপুরের সহ কৃষি অধিকর্তা পল্লব সাঁতরা জানিয়েছেন, ‘সংবাদ মাধ্যমে পঙ্গপালের কথা বলা হচ্ছে। সেই পঙ্গপালের হানা গ্রামে হয়নি বলেই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।’ পতঙ্গগুলি ‘প্রিন্টেক গ্রাসোফার’ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে কৃষি দফতরের আধিকারিকরা।
তবে নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে পতঙ্গগুলির। তবে এই পতঙ্গ সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক নয়। এমন আশ্বাস দিয়ে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন কৃষি দফতরের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584