পথ দেখাচ্ছে পাঁশকুড়ার বড়মা সুপার স্পেশালিটি হাসপাতাল

0
441

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলার সমস্ত মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বড়মা সুপার স্পেশালিটি হাসপাতালে।

baroma hospital | newsfront.co
নিজস্ব চিত্র

যেখান থেকে বহু করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রোগীদের জন্য খাবার দাবার থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সমস্ত বিনামূল্যে।

কিন্তু এই মহামারী ভাইরাস কালে কিভাবে এইসব রোগীদের আপ্যায়ন করা হত, সেই বিষয়ে জানতে সরাসরি উপস্থিত হয়েছিল নিউজ ফ্রন্ট।

আরও পড়ুনঃ করোনা মুক্তির দিশা মিলছে না তাই যজ্ঞেই আস্থা রাজ্যের মন্ত্রীর

সেখানে গিয়ে জানতে পারাযায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ওই হাসপাতালে ৮২ জন, তবে স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রেখে তবেই এইসব আক্রান্ত রোগীদের পরিচর্যা করতেন পরিচালন কমিটির সদস্যরা। সুবিধা-অসুবিধার মধ্যেও একজোট হয়ে কার্যত লড়াই করেছে কমিটির সকল সদস্যরা।

জানা গিয়েছে ইতিমধ্যেই ৯২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আগামী দিনেও বর্তমান সরকারের সাথে একজোট হয়ে এই মহামারী ভাইরাসকে মোকাবিলা করতে প্রস্তুত পরিচালন কমিটির সকল সদস্যরা,এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুর জেলার মাইসোরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অবজার্ভার ও পাঁশকুড়া আইএনটিটিইউসি-র সভাপতি তথা বড়মা সুপার স্পেশালিটি হাসপাতালের এমডি আফজল আলিশা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here