মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
চলছিল শ্যুটিং। তার মাঝেই ফ্রি টাইমে ‘বিবি পায়রা’ গানে নাচলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘দত্ত অ্যান্ড বৌমা’-তে সোনা মা-এর ভূমিকায় অভিনয় করছেন পাপিয়া অধিকারী। বলা যায়, এই ধারাবাহিকের হাত ধরেই রাজনীতি থেকে আবার অভিনয় জগতে ফিরেছেন তিনি। এই ধারাবাহিকে পাপিয়া, দত্ত বাড়ির কর্ত্রী অর্থাৎ আদিত্য-তিতিক্ষার ঠাম্মা। এইমুহূর্তে এই ধারাবাহিকেরই শ্যুটিং চলছে। তার মাঝেই বেজে উঠল ‘বিবি পায়রা’ গানটি। আর ব্যস। আসরে হাজির অভিনেত্রীও।
এই গানের সঙ্গে নাচলেন পাপিয়া অধিকারী। আর সেই নাচ দেখে হাততালি দিলেন ওই ধারাবাহিকের অন্য কলাকুশলীরা। চ্যানেলের তরফ থেকে এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে পাপিয়া অধিকারীর পরণে রয়েছে লাল পাড় সাদা শাড়ি। সিঁথি ভর্তি সিঁদুরে উজ্জ্বল সোনা মা-র মুখ।
১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল শ্রীকান্ত গুহঠাকুরতা-র পরিচালিত ছবি ‘দেবীবরণ’। সেই ছবিতেই ‘বিবি পায়রা’ গানটি জনপ্রিয়তা অর্জন করেছিল। আর সেই ছবিতে এই গানে নাচতে দেখা গিয়েছিল পাপিয়া অধিকারীকে। সেইসময় তাঁর পরণে ছিল কাঁধখোলা জাম্প শ্যুট।
আরও পড়ুনঃ ‘তু মেরা হ্যায় অউর…’, সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথম পোস্ট শেহনাজের
আর সঙ্গী ছিলেন রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে। আজও আটের দশকের সেই গানের জমকালো দৃশ্য সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584