নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
অসুস্থ মেয়েকে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার অনুমতির জন্য পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দরজায় দরজায় ঘুরছেন এক দম্পতি।
দিনের-পর-দিন মেয়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হলেও এখনও পর্যন্ত অনুমতি না পেয়ে দু চোখে জল ফেলছেন ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার গোপাল ও বিভা বিশ্বাস নামের এক দম্পতি। তারা জানান ২০১২ সালে মেয়ের পায়ে একটি অপারেশন হয়।
তারপর সব ঠিকই ছিল। কিন্তু আচমকা সেখানে ইনফেকশন হয়ে যাওয়ায় অবস্থা অন্য দিকে ঘুরে গিয়েছে। বছর সতেরোর মেয়ে সুইটি বিশ্বাস রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া।
আরও পড়ুনঃ জেলার আদিবাসী গ্রামগুলিতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি খাদ্যসামগ্রী বিতরণ
সে এখন বিছানায় শয্যাশায়ী। এনিয়ে স্থানীয় এবং কলকাতার এক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন। তারপর তিনি যোগাযোগ করেছেন যিনি ওই পড়ুয়ার অস্ত্রোপচার করেছিলেন এর আগে তার সঙ্গে।
তিনি অবিলম্বে তামিলনাড়ুতে চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেছেন। কিন্তু লকডাউনের কারণে চিকিৎসা করাতে যাবার ছাড়পত্র না পেয়ে অসহায় অবস্থা বিশ্বাস দম্পতির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584