রাস্তা অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের

0
141

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে এবারে পথে নামল অভিভাবকরা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা।করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মাঝেই গোদের ওপর বিষফোঁড়ার মত এসেছে ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডব। এই প্রতিকূল পরিস্থিতির জাঁতাকলে পড়ে কর্মহীন বহু মানুষ।

rally | newsfront.co
নিজস্ব চিত্র

রুজি রোজগার বন্ধ রাজ্যের বহু মানুষের। লকডাউন কিছুটা শিথিল হলেও ব্যবসায় ভাটা পড়েছে। এই আবহে সমস্ত স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফি কমানোর কথা বলেছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের বহু পাবলিক স্কুলে অভিভাবকদের দিতে হচ্ছে ফি। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবারে পথে নামল অভিবাবকরা। মহিষাদলে দিশারী পাবলিক স্কুলের সমস্ত অভিভাবকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল।

আরও পড়ুনঃ কালচিনিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

অভিভাবকদের অভিযোগ, বর্তমান পরিস্থিতির উপর খেয়াল না রেখেই নেওয়া হচ্ছে ফি।আরো অভিযোগ, একাধিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মিলেনি। অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো পথই বেছে নিলেন অভিভাবকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here