স্কুল ফি মকুবের দাবিতে আন্দোলনে অভিভাবকরা

0
49

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের মধ্যে স্কুল ফি মকুবের দাবিতে আন্দোলনে নামল রায়গঞ্জে উকিলপাড়ার বেসরকারি স্কুলের অভিভাবকেরা। লকডাউনের ফলে ব্যাপক সমস্যার মুখে ছাত্রছাত্রীদের পঠনপাঠন। পাশাপাশি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও।

Protest on fees | newsfront.co
নিজস্ব চিত্র

অভিভাবক মঞ্চের পক্ষ থেকে স্বপন দাস জানান, ‘লকডাউনের মাসগুলিতে ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রচুর মানুষ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন। সেজন্য আর্থিক ভাবে সমস্যায় পড়ে যাওয়া অভিভাবকদের ফি মুকুবের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বারবার কথা বলেও কোনো সুরাহা হয়নি। ফলে একরকম বাধ্য হয়েই এই বিক্ষোভ সমাবেশ। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন অভিভাবক মঞ্চ।

আরও পড়ুনঃ আক্রান্ত কংগ্রেস বিধায়িকা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

অন্যদিকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিদ্যালয়ে ১২০০ ছাত্রছাত্রী। এই স্কুলে ৭০ জন শিক্ষিকা সহ বেশকিছু ভ্যানচালক ও মহিলা কর্মী যুক্ত রয়েছেন। তাদের বেতন এই বিদ্যালয়ের আয়ের থেকেই হয়ে থাকে। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া চলছে। তবে গোটা ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here