মেয়েকে সমাধিস্থ করে কোয়ারেন্টাইনে গেলেন বাবা-মা

0
125

মনিরুল হক, কোচবিহারঃ

ভিন রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে মৃত দু বছরের শিশু কন্যাকে সমাধিস্থ করে কোয়ারেন্টাইনে গেলেন বাবা মা সহ তিন জন। কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার মরিচবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটেছে।

parents entombed to daughter back to quarantine | newsfront.co
প্রতীকী ছবি

জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম পারভিন। সে লিভার সংক্রান্ত অসুস্থতায় ভুগছিল। জানুয়ারি মাসের প্রথম দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল পারভিন। শেষ পর্যন্ত ৩০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

এরপর বাড়িতে ফেরার জন্য তোরজোড় শুরু করেন পারভিনের বাবা অহিরুদ্দিন মিয়াঁ। ১ লক্ষ ১০ হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে কোচবিহারের পথে রওনা হন তাঁরা।

parents entombed to daughter back to quarantine | newsfront.co
প্রতীকী ছবি

শনিবার রাতে তাঁদের অ্যাম্বুলেন্সকে ফালাকাটায় আটক করা হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে ফালাকাটা পুলিশ পুন্ডিবাড়ি থানার সাথে যোগাযোগ করে ওই অ্যাম্বুলেন্সকে যাওয়ার অনুমতি দেয়। পুন্ডিবাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের থার্মাল স্ক্রিনিংয়ের পর গ্রামে যাওয়ার অনুমতি মেলে।

parents entombed to daughter back to quarantine | newsfront.co
প্রতীকী ছবি

আরও পড়ুনঃ রায়গঞ্জ মেডিকেলের ডাক্তারদের অবাধ যাতায়াত রোধ করতে প্রশাসনকে চিঠি বিধায়কের

কিন্তু গ্রামে ফিরেও আরেক বিপত্তি। সেখানে গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ায় পারভিনের মৃতদেহ নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শেষ পর্যন্ত অহিরুদ্দিন মিয়াঁ নিজের হাতে মেয়েকে সমাধিস্থ করেন। তারপরেই অহিরুদ্দিন মিয়াঁ ও স্ত্রী রসিদা বানু সহ ৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here