দুমাসের শিশু সন্তানকে তিন হাজার টাকায় বিক্রি করল বাবা মা

0
108

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ

করোনা পরিস্থিতিতে অসহায় অবস্থার মধ্য দিয়ে মানুষকে দিন কাটাতে হচ্ছে। বাড়িতে খাবারের অভাব দেখা দিয়েছে। আর এই অভাবের তাড়নায় বাড়িতে থাকা পাঁচ বছরের ছেলে ও আড়াই বছরের মেয়েকে বাঁচাতে দুই মাসের সন্তানকে তিন হাজার টাকায় বিক্রি করল বাবা মা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায়।

Child | newsfront.co
প্রতীকী চিত্র

ঘাটালের বাসিন্দা বাপন ধাড়া ও তার স্ত্রী তাপসী ধাড়া বাড়িতে থাকা ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য মাত্র দু মাসের শিশু সন্তানকে তিন হাজার টাকায় বিক্রি করে দেয় হাওড়া জেলার শ্যামপুর এলাকায় এক নিঃসন্তান দম্পতি কাছে।

দুই মাসের শিশু বিক্রির বিষয়টি জানাজানি হলে ঘাটাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ তদন্ত করে ওই শিশুটিকে হাওড়া জেলার শ্যামপুর এলাকা থেকে এক নিঃসন্তান দম্পতির কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে। শিশুটি বর্তমানে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ বাম তৃণমূল হয়ে এবার কী গেরুয়া শিবিরে জ্যোতির্ময়ী! ছবি ঘিরে উঠছে প্রশ্ন

খাবারের জন্য দু মাসের শিশু সন্তানকে বিক্রি করার ঘটনা নজিরবিহীন বলে এলাকার বাসিন্দারা মনে করেন। তবে কী কারণে ওই দম্পতি শিশুটিকে বিক্রি করেছিল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তবে ওই শিশুটির বাবা ও মা জানান, ‘আমাদের হাতে কোন টাকা নেই।

তাই বাড়িতে থাকা এক ছেলে ও মেয়ে দুটো খাওয়ানোর জন্য শুধুমাত্র অভাবের তাড়নায় একপ্রকার বাধ্য হয়ে তারা তাদের দুইমাসের শিশুকে তিন হাজার টাকায় বিক্রি করে দিতে হয়েছে।’ ঘাটাল থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here