নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
SSC নিয়োগে দুর্নীতি মামলায় বেআইনি ভাবে পাওয়া চাকরি হাইকোর্টের নির্দেশে খোয়ালেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী। শুধু তাই নয় চাকরি জীবনে পাওয়া বেতনের সব টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। দুটি কিস্তিতে এই টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
বিগত ৪৩ মাস যাবত অঙ্কিতা কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা তিনি। SSC নিয়োগে দুর্নীতি মামলায় অভিযোগ ওঠে অঙ্কিতার নিয়োগও বেআইনি ভাবেই হয়েছে এবং তা তাঁর বাবা মন্ত্রী হওয়ার পরে।
আরও পড়ুনঃ ডিএ মামলায় জোর ধাক্কা রাজ্যের
শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে আদালত জানতে চায় অঙ্কিতা অধিকারীকে নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এসএসসি-র তরফে জানানো হয় এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেই আদালত অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। জানানো হয়, অঙ্কিতা যেন শিক্ষিকা হিসেবে নিজের পরিচয় না দেন। পাশাপাশি তাঁর স্কুলে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি করে আদালত। শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, সেই স্কুলে ঢুকতে পারবেন না অঙ্কিতার পরিবারের সদস্য, পরিজনরাও। ৪৩ মাস স্কুলে চাকরি করাকালীন যে বেতন পেয়েছেন তিনি, তার সমস্ত অর্থ হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে ফিরিয়ে দেবেন। ৭ জুন ও ৭ জুলাই – দুই কিস্তিতে বেতন ফেরাবেন মন্ত্রীকন্যা অঙ্কিতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584