মার্শাল নামিয়ে পাশ বীমা বেসরকারিকরণ বিল, ‘গণতন্ত্রের হত্যা’ দাবি বিরোধীদের

0
70

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

lok shaba
ছবিঃ সংগৃহিত

সংসদ না দুর্গ বোঝা দায়! মার্শাল অর্থাৎ সংসদের নিরাপত্তাকর্মীরা ঘিরে রাখলেন সাংসদদের, পাশ হয়ে গেল বিমা বেসরকারিকরণ বিল। একেবারে দুর্গের প্রাচীরের মতো রাজ্যসভার চেয়ারম্যানের আসন, সেক্রেটারি জেনারেলের চেয়ার ও রাজ্যসভার কর্মীদের টেবিল ঘিরে রাখলেন মার্শালরা। সেই দুর্ভেদ্য মানব প্রাচীর ভেদ করে এগোতে পারলেন না কোনো বিরোধী সাংসদ। এই ভাবে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে রাজ্যসভায় পাশ করানো হলো রাষ্ট্রায়ত্ত বীমা বেসরকারিকরণ বিল।

অন্যদিকে বিরোধীদের সঙ্গে তুমুল ধাক্কাধাক্কি চলছে মার্শালদের, বিল ছিঁড়ে প্রতিবাদ করছেন, মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলছেন। কিন্তু মহিলা ও পুরুষ মার্শালদের প্রাচীর ভেদ করে এগোতে পারেননি কেউই। তাঁদের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জোরে মোদী সরকার গণতন্ত্রকে হত্যা করছে। সরকারি বিমা সংস্থাগুলিকে ‘বন্ধু’ শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ রাজনীতিকে অপরাধমুক্ত করার বেনজির পদক্ষেপ সুপ্রীম কোর্টের

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় সংসদে বিল পাশের কিছু ক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বণিকসভা সিআইআইয়ের বার্ষিক সভায় বলেন, “স্ট্র্যাটেজিক ক্ষেত্রেও বেসরকারি সংস্থাকে সুযোগ দেওয়া হচ্ছে, সরকারের নিয়ন্ত্রণ কমানো হচ্ছে। এই সব কঠিন সিদ্ধান্ত সম্ভব হচ্ছে, কারণ দেশ শিল্পমহলের উপরে ভরসা করে।” সাধারণ বিমা ব্যবসা (জাতীয়করণ) আইনের সংশোধনী বিলে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় সরকারের হাতে বাধ্যতামূলক ভাবে অন্তত ৫১ শতাংশ মালিকানা রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো। যার ফলে, সরকারি বিমা সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার পথে আর কোনও বাধা থাকলো না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here