নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ওরা ভয় পাচ্ছে।ওরা গন্ডগোল করে স্পর্শকাতর বুথ বলছে। তার মানে উর্দি পরিয়ে গেরুয়া শিবির ছাপ দেবে।অত সোজা নাকি এটা বাংলার মানুষ জেগে আছে, ঘুমিয়ে নেই।জামবনি ব্লকের চিল্কিগড় অঞ্চলের টুলিবরে ছাত্র যুব জেলা সম্মেলনে এমনি মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।তিনি আরও জানান সমাজকে দ্বিখন্ডিত করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে।ধর্মের, ভাষার ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে।আমরা চায়, অখন্ড ভারত।সেদিন মমতা নোট বন্দির বিরোধীতা করেছিলেন।
আরও পড়ুনঃ মমতার মতো আঠারো ঘন্টা কাজ করতে পারবে(?),প্রশ্ন পার্থর
আজকে রির্জাভ ব্যাঙ্কের কর্তারা বলছেন, আমরা চায় নি।জোর করে করানো হয়েছে।২ কোটি মানুষ কর্মচ্যুত হয়েছে।কালো টাকা আসেনি।কলো টাকা ব্যাঙ্কে গচ্ছিত করবার ব্যবস্থা হয়েছে।যাদের কোন সাফল্যের ইতিহাস নেই।তার বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584