শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সদ্য প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুর প্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, ‘এই রাজ্য সরকার যেখানে নিজেদের দলের বিধায়ককে বাঁচাতে পারে না, সেখানে তারা কীভাবে সাধারণ মানুষকে বাঁচাবে?’ কিন্তু সদ্য প্রয়াত রাজনৈতিক সহকর্মীর মৃত্যু নিয়ে রাজনৈতিক মন্তব্য মেনে নিতে পারল না তৃণমূল।

একেবারে তেলেবেগুণে জ্বলে উঠে সরাসরি ট্যুইটের মাধ্যমে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
.@DilipGhoshBJP Ji have you completely lost your mind and all sense of respect? It hurts me to read such apathetic comments coming from @BJP4Bengal State Leadership. We have lost our dear colleague and all you can think of is politicising his demise. https://t.co/OFAlQuzPBB
— Partha Chatterjee (@itspcofficial) June 24, 2020
এদিন টুইটে পার্থ চট্টোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতির উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, “আপনার কি মস্তিষ্কে সম্পূর্ণ বিকৃতি ঘটেছে? অন্যকে সম্মান করার সব শালীনতা কি আপনি হারিয়েছেন?”
আরও পড়ুনঃ উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগে ফের জটিলতা, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের
একই সঙ্গে তিনি বলেন, “দিলীপ ঘোষের এই মন্তব্য আমাকে আঘাত দিয়েছে। আমরা একজন প্রিয় সহকর্মীকে হারিয়েছি। বিজেপির একজন রাজ্য নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য কাম্য নয়। বিজেপি নেতারা তমোনাশবাবুর মৃত্যু নিয়ে রাজনৈতিক কথাবার্তা বলছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584