ঝাড়গ্রামে স্মৃতির পাল্টা সভা পার্থর

0
73

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

Parthar's memorial meeting in Jhargram
নিজস্ব চিত্র

বিজেপীর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সভার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একই জায়গায় পাল্টা সভা করেন পার্থ চট্টপাধ্যায়। ঝাড়গ্রামের সভায় বিজেপিকে যাযাবর পার্টি বলে কটাক্ষ করে পার্থ চ্যাটার্জী বলেন, পশ্চিমবঙ্গে কোন নেতা খুঁজে পাওয়া য়ায না,দিল্লী থেকে প্লেনে করে এসে দু-একটা বক্তৃতা দেয়, আবার চলে যায়।

যাযাবরা মাঝে মধ্যে এসে এখানে ওখানে মিটিং করবে। রাতের অন্ধকারে একে ওকে ভুল বোঝাবে, সবার সর্তক দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন যে মানুষের জীবনের উন্নতির জন্য বিজেপি এখানে আসেনি- কি করে ভাগ করানো যায়, মুন্ডার সঙ্গে মাহাতদের, হিন্দুর সঙ্গে মুসলিমদের ঝগড়া লাগানো যায়, ফোর্সের মত টাকা খরচ করছে বিজেপি,টাকা দিয়ে মানুষকে বোকা বানানো যায় না।

আরও পড়ুনঃ প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি 

মানুষ গরীব হতে পারে, আত্মসম্মান রয়েছে, শুধু হানাহানি, দাঙ্গাবাজি, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে বিজেপি। দুর্বৃত্তরা উড়ে উড়ে আসছে আবার উড়ে উড়ে চলে যাচ্ছে। এখানে সাম্প্রদায়িক বিষ ঢোকানো যাবে না। তিনি বলেন, ” বিজেপির ভুঁইফোড় নেতাদের বলছি, বেশি ভয় ও টাকা দেখাতে যেও না। এখান থেকে ঝাড়খন্ডে পালানোর রাস্তা বন্ধ করলে কোথাও পালাতে পারবে না।”

তিনি বলেন,মমতা বান্দ্যোপাধ্যায় জঙ্গলমহেলর জন্য যা করেছেন, এক কথায় অনস্বীকার্য। আর
দলের নেতা-কর্মীদের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, সরকারি প্রকল্পে সাধারণ মানুষ যা পাবে, তা যেন সরাসরি তাঁদের হাতে পৌঁছায়,সরাসরি যেন পায়।

পার্থবাবু আরো বলেন, গনতান্ত্রিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করুন, কোন আপত্তি নেই, কিন্তু অর্থ ছড়িয়ে ধর্ম, মিথ্যচার ও গুন্ডাগিরি করে কোন লাভ হবে না।পার্থবাবু সাফ জানিয়ে দেন, এরাজ্যে এনআরসি হবে না,প্রস্তাব আছে, বাস্তবতা নেই। সিপিএম ও কংগ্রেসকে পদ্মের পাঁপড়ি বলে কটাক্ষও করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here