দিনহাটায় দলছুট সতেরো পঞ্চায়েত সদস্য ফের তৃণমূলে

0
31

মনিরুল হক, কোচবিহারঃ

জনসংযোগ কর্মসূচিকে হাতিয়ার করে হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃনমূল। দিদিকে বলো কর্মসূচি ইতিমধ্যেই ব্যাপক প্রভাব ফেলেছে কোচবিহার জেলায়। সম্প্রতি সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া তার বিধানসভা এলাকায় দিদিকে বলো কর্মসূচি সংগঠিত করে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। এই কর্মসূচি সফল হওয়ার পরেই এলাকার কর্মীরা তাদের মনোবল ফিরে পায়।

party change at dinhata | newsfront.co
দল বদল।নিজস্ব চিত্র

এরপরই মঙ্গলবার রাতে ফের সিতাই বিধানসভা কেন্দ্রের তৃনমূল নেতা নুর আলম হোসেনের হাত ধরে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ১৭ জন দলছুট প্রতিনিধি ফের তৃণমূলে ফিরে আসে। সিতাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যে ভাবে দলীয় কর্মসূচি পালন করলেন দলের নেতা নেত্রীরা তারই প্রভাব পড়েছে এলাকার রাজনৈতিক পরিবেশে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর গ্রাম গ্রামান্তরে বড় রকমের ভাঙন ধরে তৃণমূলে।

তৃণমূলের দখলে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলি একে একে দখল করে বিজেপি। কিন্তু ঘাস ফুল পরিবর্তন করে বেশিদিন থাকতে পারলেন না প্রতিনিধিরা। ফের ঘরের জনেরা ঘরে ফিরতে শুরু করেছে। আর তাতেই তৃণমূলের পুনর্দখল হচ্ছে একেরপর এক গ্রাম পঞ্চায়েত।

এ কি মোহভঙ্গ নাকি জোড়া জুড়ির খেলা! ঘটনা যাই হোক সিতাই বিধানসভা কেন্দ্রের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে পুনর্দখল হয় তৃণমূলের। এইদিন মাতালহাট এলাকায় নুর আলম হোসেনের নেতৃত্বে একটি আলোচনা সভা হয়। সেই আলোচনা সভায় মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ১৮ জন পঞ্চায়েত প্রতিনিধির মধ্যে ১৭ জন বিজেপি থেকে তৃনমূলে ফিরে আসেন বলে নেতৃত্বের দাবী। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূল নেতা নুর আলম হোসেন।

এদিন এবিষয়ে নুর আলম হোসেন বলেন, ‘লোকসভা নির্বাচনের পর তৃনমূলের প্রতীকে জয়ী হওয়া পঞ্চায়েত, সদস্য/সদস্যাদের বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা তাঁদের ভয় দেখান। বিজেপির দুষ্কৃতীদের ভয়ে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিজেপির পতাকা নিতে বাধ্য হয়েছিল। তিন মাস অতিক্রান্ত হওয়ার পর এখন তাঁদের বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে। তাই তারা আবার তৃনমূলে ফিরে এসেছে।’

আরও পড়ুনঃ বাসরা নদীর উপর সেতুর দাবিতে ডেপুটেশন

এবিষয়ে বিজেপি নেতা ভবেন রায় বলেন, তৃনমূল কংগ্রেস প্রত্যেক পঞ্চায়েত সদস্যদের চাপ দিয়ে বা ভয় দেখিয়ে দলে যোগদানের চাপ দিচ্ছিল। তাই তারা বাধ্য হয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here