নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বহুবার বিভিন্ন রাজনৈতিক দল ভাঙার চিত্র দেখা গেছে,কখনও তৃণমূল ছেড়ে বিজেপিতে,কখন সিপিএম ছেড়ে তৃণমূলে,আবার কখনও বা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিতে দেখেছি,এবার বিজেপির ঘর ভাঙনের চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলায়,গড়বেতার তিন নম্বর ব্লকের ৬ নম্বর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য সোমা মান্ডি ও ঐ অঞ্চলের বুথ সভাপতি শম্ভু মান্ডি সহ তাম্বর টুডু,এ দিন মেদিনীপুর তৃণমূল কার্যালয়ের ভবনে আনুষ্ঠানিক ভাবে এঁদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি,অজিত মাইতি বলেন এই তিনজন বিজেপির কাজে সন্তুষ্ট না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত ধরলেন,তিনি আরও বলেন ইতিমধ্যেই ওই ব্লকের বিভিন্ন বিজেপির নেতা নেতৃত্ব তাঁদের সঙ্গে কথা বলছেন ধীরে ধীরে তাঁরাও বিজেপি ছেড়ে তৃণমূলে প্রবেশ করবেন,ইতিমধ্যেই গোয়ালতোড় বুকে বিজেপি নীল হতে চলেছে মানুষ বিজেপির প্রতি আস্থা না পেয়ে তৃণমূলের উন্নয়নের হাত ধরেছেন এমনই বক্তব্য করলেন তৃণমূল জেলা সভাপতি,তিনি আরও বলেন “সিপিএম যে দু-দিনের কর্মনাশা বনধ ডেকেছিল তাতে ভিতরে ভিতরে সমর্থন করেছিল বিজেপি,কিন্তু মানুষ তার যোগ্য জবাব দিয়েছে,অন্য দিকে বিজেপির”। সহ সভাপতি রাজীব কুণ্ডু বলেন “সোমা মান্ডির বিরুদ্ধে পঞ্চায়েত দূর্নীতির অভিযোগ অনেক বারি আমরা পেয়েছি,তাই দলের পক্ষ থেকে তাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি তাই আমাদের দলে থেকে আর দূর্নীতি করতে পারছিল না সোমা তাই দূর্নীতি সরকারের সঙ্গে হাত মেলালেন।”
আরও পড়ুনঃ দাদা করলেন দল বদল,অস্ত্র আইনে ধৃত স্বামীর অপেক্ষায় স্ত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584