হৃত দলীয় কার্যালয় দখলমুক্ত করে শুদ্ধিকরণ করল বিজেপি

0
48

মনিরুল হক,কোচবিহারঃ

party office is free from the occupied
নিজস্ব চিত্র

দখল হওয়া দলীয় কার্যালয় মুক্ত করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করল বিজেপি।আজ ওই ঘটনাটি ঘটেছে দিনহাটা ২নং ব্লকের বামনহাট বিজেপি পার্টি অফিসে।গত পঞ্চায়েত নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির এই কার্যালয়টি দখল করে তৃনমূল কংগ্রেস কর্মীরা,এমনটাই অভিযোগ।এতদিন পর্যন্ত স্থানীয় তৃনমূল নেতা কর্মীদের দখলেই ছিল এই কার্যালয়টি।

party office is free from the occupied
নিজস্ব চিত্র

তৃনমুলের স্থানীয় স্তরের নেতারা এই কার্যালয়ে দল পরিচালনার কাজ করতেন কিন্তু ভোটের আগে ফের তৃনমূলের হাত থেকে দখলমুক্ত করে দলীয় কার্যালয় নিজেদের হেফাজতে আনল বিজেপি কর্মীরা। কোচবিহার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিশীথ প্রামাণিকের নাম ঘোষিত হওয়ার পরই দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় গুলি পুনঃদখলে নেমেছে বিজেপি কর্মীরা। এইদিন রীতিমত পুজো দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দলীয় কার্যালয় খোলা হয়।
বিজেপির বামনহাট অঞ্চলের মণ্ডল সভাপতি চঞ্চল সরকার বলেন, ‘তৃনমূল আমাদের দলীয় কার্যালয় দখল করে অপবিত্র করেছে।তাই শুদ্ধিকরণ করে ফের আমাদের কাজ কর্ম শুরু করবো। তাই সেখানে গঙ্গা জল ছেটানো হয়েছে।’

আরও পড়ুনঃ প্রার্থী হয়ে ফিরেই সহযোদ্ধাদের বিজেপিতে আসার আহব্বান নিশীথের

party office is free from the occupied
নিজস্ব চিত্র

তিনি আরও বলেন, ওই এলাকার একটা বড় অংশের তৃনমূলের কর্মীরা বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে।ভোটের মুখে দলীয় কাজ কর্মের প্রয়োজনে তারা দখল হওয়া কার্যালয়টি তৃনমূল মুক্ত করার প্রয়াস গ্রহণ করে লন এবং সফল হন।স্থানীয় বিজেপি কর্মীরা সক্রিয় ভুমিকা গ্রহণ করেছে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here