সুদীপ পাল,বর্ধমানঃ
অনেকদিন আগে টিকিট কেটে রাখার পরেও আচমকাই বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অন্ডাল বিমানবন্দরের যাত্রীরা। দিল্লি যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়া বিমানের টিকিট কেটেছিলেন যাত্রীরা। কিন্তু আচমকা বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।

যাত্রীদের বক্তব্য, বিমানে যাওয়ার কথা ভেবেই তাঁরা সেই মতন সমস্ত কিছুর সময়সূচী তৈরি করেছিলেন।
এখন যদি বিমান বাতিল হয়ে যায় তাহলে সমস্তটাই গন্ডগোল হয়ে গিয়ে চরম সমস্যার মুখোমুখি পড়তে হল।
অন্ডাল বিমানবন্দর থেকে সপ্তাহের সাত দিন মুম্বাই, তিনদিন হায়দ্রাবাদ ও চারদিন দিল্লি বিমান চলাচল করে। দিল্লির বিমান রবিবার বন্ধ ছিল। সোমবার চলেছে। আবার বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে বলে এয়ার ইন্ডিয়া তরফে জানানো হয়েছে।
একটি বেসরকারি বিমান সংস্থা সপ্তাহের সাতদিন মুম্বাইয়ে রওনা দেয়। যাত্রীদের অভিযোগ মাঝেমাঝে সপ্তাহে ছয়দিন চালু থাকছে। গত বৃহস্পতিবার উড়ান বন্ধ ছিল।
আরও পড়ুনঃ রমরমিয়ে চলা ভেজাল সরষের তেলের ব্যবসা রুখতে অবশেষে পুলিশের অভিযান
যাত্রীদের অভিযোগ, এইভাবে আচমকাই যদি উড়ান বাতিল হয় তাহলে যাত্রীদের ভরসা হারাবেন বিমান কর্তৃপক্ষ।
যদিও জানা যাচ্ছে, গত পাঁচ দিন ধরে মুম্বাই এবং কেরলের মতো কয়েক জায়গায় বৃষ্টির কারণে বেশকিছু বিমান আটকে পড়েছে। তার জেরেই এয়ার ইন্ডিয়া বিমান বন্ধ ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584