করোনা সচেতনতায় পথ নাটক ঝাড়গ্রামে

0
103

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

করোনার কুসংস্কার ভাঙতে, আমজনতাকে সচেতন করতে ঝাড়গ্রাম জেলার গ্রামেগঞ্জে পরিবেশিত হচ্ছে পথনাটক।গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া, গোয়ালমারা ও গোপীবল্লভপুর-১ নম্বর ব্লকের হাতিবাড়ি মোড়ে নানা ধরণের পথনাটক পরিবেশন করা হয়।

people | newsfront.co
পথ নাটক ৷ নিজস্ব চিত্র

ঝাড়গ্রামের ব্যাড বয়েজ ফাউন্ডেশনের উদ্যোগে ও কুরকুট নাট্য সংস্থার সহায়তায় জেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে বাসিন্দাদের দেখানো হচ্ছে এই পথনাটক। করোনা নিয়ে এখনও একাংশ মানুষের মনে নানা ধরণের কুসংস্কার রয়েছে।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা আক্রান্তদের এবং সুস্থ হয়ে ফেরার পরেও তাঁদের অচ্ছুত করে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের গ্রামগঞ্জে নাটক নিয়ে হাজির হচ্ছেন ব্যাড বয়েজ-এর সদস্যরা।

আরও পড়ুনঃ এবার করোনার থাবা টেষ্টিং ল্যাবেও,আপাতত বন্ধ পশ্চিম মেদিনীপুরে নমুনা পরীক্ষা

সংস্থার মুখ্য কর্মকর্তা দেবাংশু পাহাড়ি জানালেন, আমজনতাকে সচেতন করতে কুরকুট-এর সহযোগিতায় তাঁরা করোনা সচেতনতার কাজ শুরু করেছেন ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here