সার্জারি না জানা চিকিৎসকের হাতে প্রাণ হারালেন রোগী, নার্সিংহোমের বিরুদ্ধে তদন্ত

0
39

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কম পয়সায় চিকিৎসা করাতে গিয়ে কি মর্মান্তিক পরিণতি হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হাওড়া সালকিয়ার এক রোগী। বেশ কিছুদিন আগে গলব্লাডার স্টোন নিয়ে হাওড়া সালকিয়ার নার্সিং হোমে ভর্তি হলেও অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু হয়।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়়ছিল রোগীর পরিবার। জানা গিয়েছে, সামান্য এমবিবিএস পাশ ওই চিকিৎসক অস্ত্রোপচার করতেই জানতেন না। রোগী মারা যাওয়ায় তিনি পালিয়ে গিয়েছেন।

Dead body | newsfront.co
প্রতীকী চিত্র

বৃহস্পতিবার ছিল এই মামলার প্রথম শুনানি। আর সেখানে সালকিয়ার বাবুডাঙা এলাকার ‘স্পেশ্যালিষ্ট কর্নার’ নামে ওই নার্সিংহোমের মালিক ডা. মদনমোহন ধারা বলেন, অভিযুক্ত ডাক্তার তাঁদেরও অপারেশন থিয়েটারের ভাড়া না দিয়েই পালিয়েছে। ওই চিকিৎসক আদৌ সার্জারি জানতেন না। আমরা সমস্ত রোগীদের ওকে দিয়ে অস্ত্রোপচার করাতে বারণ করে দিতাম। কিন্তু কম পয়সার লোভে সাধারণ মানুষ ওকে দিয়ে অস্ত্রোপচার করাতে রাজি হলে আমাদের দোষ কি বলুন?

আরও পড়ুনঃ আলিপুর সেন্ট্রাল জেলে সেফ হোম করার চিন্তা রাজ্য প্রশাসনের

এদিকে নার্সিংহোম মালিকের এহেন মন্তব্যে মোটেই সন্তুষ্ট হয়নি স্বাস্থ্য কমিশন। কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, “নার্সিংহোম মালিক যিনি কিনা নিজেও চিকিৎসক, তাঁর নার্সিংহোমে কীভাবে না জানিয়ে অপারেশন হয়? একজন রোগীর জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা চলছে! সকলের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তো চলবে না। চিকিৎসকের যোগ্যতামান কেন বিচার করে নেয় নি কমিশন? ”

আপাতত এই প্রশ্নে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত উত্তর না পেলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here