শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
ডাক্তারদেখাতে গিয়ে মৃত রুগী, বেরিয়ে এলডাক্তারের ডিগ্রি নিয়ে চাঞ্চল্যকর তথ্য।বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত চকভৃগু সংলগ্ন চকচন্দন এলাকায়। জানাগেছে বৃহস্পতিবার ভোরে এই চামটা এলাকার বাসিন্দা নরোত্তম সরকার পেটের ব্যাথা নিয়ে বালুরঘাটের চকভৃগু সংলগ্ন চকচন্দন এলাকার ডাক্তার নয়ন চন্দ্র সরকার-এর কাছে চিকিৎসার জন্য যান।
এরপরে সকাল হলে স্থানীয় বাসিন্দারা দেখেন চকচন্দন এলাকায় ডাক্তার হিসাবে পরিচিত নয়ন চন্দ্র সরকার-এর বাড়ীর সামনে নরোত্তম সরকার মৃত অবস্থায় রয়েছে।এরপরেই মৃতদেহ পড়ে থাকা ঘিরে এলাকায়চাঞ্চল্য দেখা যায়।এলাকায় ডাক্তার হিসাবে পরিচিত নয়ন চন্দ্র সরকার-এর দাবী তার কাছে যে নরোত্তম সরকার চিকিৎসার জন্য এসেছিলেন তা তার জানা নেই।ঘটনাকে কেন্দ্রকরে প্রশ্ন উঠতে শুরু করেছে একজন ডাক্তার হিসাবে কি করে দিনের পর দিন শিশু সহ বিভিন্ন বয়সী রুগীদের চিকিৎসা করে চলেছেন নয়ন চন্দ্র সরকার।পাশাপাশি ঔষধবিক্রির বৈধ কাগজপত্র না থাকা সত্বেও কি করে বিভিন্ন ঔষধ তিনি বিক্রি করে চলেছেন দিনের পর দিন সেই বিষয়েও প্রশ্ন তুলতে আরম্ভ করেছে স্থানীয় বাসিন্দারা, চামটার বাসিন্দা কুড়ান মহন্ত জানান মৃত নরোত্তম সরকার গ্যাসের সমস্যায় ভুগছিলেন এবং সেই কারনে পেটেরব্যাথা সহ্য করতে না পেরে নরোত্তম সরকার চকচন্দন এলাকায় ডাক্তারহিসাবে পরিচিত নয়ন চন্দ্র সরকার-এর কাছে চিকিৎসার জন্য যান।এরপরে দীর্ঘক্ষণ নরোত্তম বাড়ি না ফেরায় তারা এসে দেখেন ডাক্তারের বাড়ীর সামনে নরোত্তম সরকার-এরমৃতদেহ পড়ে রয়েছে।ঘটনার কথা জানতে পেরে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃসুকুমার দে সংবাদমাধ্যমকে জানান আইনগতভাবে ঐ ডাক্তার সব চিকিৎসা করতে পারেন না।এর পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিক সুকুমার দে বলেন “আপনাদের মাধ্যমে নজরে এসেছেএবং বিষয়টি যথা জায়গায় জানানোর চেষ্টা করছি।“
আরও পড়ুনঃ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584