হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ,সমস্যায় রুগী ও তার পরিজনেরা

0
62

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

patients in trouble due to Stop the ambulance service 4
নিজস্ব চিত্র

ভাড়া নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিরোধ।প্রতিবাদে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখলেন চালকরা।এর জেরে তীব্র সমস্যার মধ্যে রুগী ও তার পরিজনেরা।

patients in trouble due to Stop the ambulance service
রবীন্দ্রনাথ মন্ডল,রোগীর আত্মীয়। নিজস্ব চিত্র

আজ সকাল থেকেই বারুইপুর মহকুমা হাসপাতালে স্তব্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা৷বারুইপুর থেকে কলকাতার কোনও হাসপাতালে রুগী নিয়ে যেতে নিজেদের ইচ্ছেমত ভাড়া নিতেন অ্যাম্বুলেন্স চালকরা ৷

patients in trouble due to Stop the ambulance service 3
বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা। নিজস্ব চিত্র

এই ঘটনায় দীর্ঘদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাচ্ছিলেন রুগী ও তার পরিজনেরা ৷শুক্রবার অ্যাম্বুলেন্স চালকদের সাথে এই নিয়ে বৈঠকে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ।সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় বারুইপুর থেকে কলকাতার যে কোনো হাসপাতালে রুগী নিয়ে এক হাজার টাকার বেশি ভাড়া নেওয়া যাবে না নতুন ধার্য হওয়া ভাড়ায় সন্তুষ্ট নন অ্যাম্বুলেন্স চালকরা৷ এরই প্রতিবাদে তারা বন্ধ রেখেছেন পরিষেবা৷

আরও পড়ুনঃ শিক্ষকের ঝাড়ুর বাড়িতে অসুস্থ ছাত্রী,বিক্ষোভ অভিভাবকদের

patients in trouble due to Stop the ambulance service 2
তাপস কয়াল,রোগীর আত্মীয়। নিজস্ব চিত্র

আপাতত সরকারী অ্যাম্বুলেন্সের সাহায্যে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷এই বিষয় নিয়ে প্রকাশ্যে কিছুই বলতে রাজী নন হাসপাতাল কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স চালকরা ৷অন্যদিকে পরিস্থিতির জেরে রীতিমত হয়রানির শিকার হতে হচ্ছে রুগী ও তার পরিজনদের৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here