মিলছে না মাতৃযান, সদ্যোজাতদের কোলে নিয়ে অপেক্ষা পরিবারের

0
95

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

patients suffered for matriyan | newsfront.co
নিজস্ব চিত্র

মাতৃযান পরিষেবার সুযোগ না পেয়ে চরম সমস্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদ্যোজাত শিশুর অভিভাবকেরা।

patients suffered for matriyan | newsfront.co
নাজেহাল।নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকাল থেকে ঐ পরিষেবার জন্য নির্ধারিত ১০২ নম্বরে ফোন করেও কোন পরিষেবা পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ।

patients suffered for matriyan | newsfront.co
অপেক্ষা।নিজস্ব চিত্র

স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিনামূল্যে জরুরী পরিষেবার জন্য বাঁকুড়া জেলা জুড়ে প্রায় শতাধিক অ্যাম্বুল্যান্স দেওয়া হয়। শুরুর দিন থেকে এই পরিষেবা সাধাথণ মানুষের যথেষ্ট উপকারে লাগে। কিন্তু এদিন সকাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ বলে অভিযোগ।

nirod kisku | newsfront.co
নিরোদ কিস্কু,ভুক্তভোগী অভিভাবক।নিজস্ব চিত্র

এদিন হাসপাতালে গিয়ে দেখা গেল যে সমস্ত সদ্যোজাত শিশু ও তার মা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাদের বেশীরভাগই গাড়ির অভাবে বাড়ি যেতে পারছেননা। প্রচণ্ড গরমের মধ্যে গাছতলায় বসে কাটাতে হচ্ছে তাদের।

আরও পড়ুনঃ বাতি আছে আলো নেই,ক্ষুব্ধ স্থানীয়রা

goutam narayan | newsfront.co
গৌতম নারায়ন সরকার, হাসপাতাল সুপার।নিজস্ব চিত্র

এ বিষয়ে হাসপাতাল সুপার ডাঃ গৌতম নারায়ণ সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান যে, আপনাদের কাছ থেকেই শুনলাম মাতৃযান পরিষেবা মিলছে না।এবিষয়ে আপনারা সিএমওএইচের সাথে কথা বলুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here