মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২০। এই দিনই একটি জনপ্রিয় হিন্দি চ্যানেলে শুরু হয় গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’। ১৫ অগাস্ট, রবিবার এই রিয়্যালিটি শো’রই গ্র্যান্ড ফাইনাল ছিল। এই সিজনে ইন্ডিয়ান আইডল কে হবে তা নিয়ে চাপা উত্তেজনা ছিল দর্শকদের মনে। এদিন সব উত্তেজনার অবসান ঘটিয়ে প্রথম স্থান অর্জন করলেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন।
আর দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল এবং তৃতীয় হলেন মহারাষ্ট্রের সায়েলি কাম্বলে। চতুর্থ হয়েছেন মুজফফরনগরের ছেলে মহম্মদ দানিশ। পঞ্চম হলেন ২০ বছরের নিহাল টরো এবং ষষ্ঠ স্থানে জায়গা করে নিলেন সন্মুখপ্রিয়া।
উত্তরাখণ্ডের পবনদীপ রাজন ইন্ডিয়ান আইডলের শুরু থেকে একের পর এক চমকপ্রদ পারফরমেন্সে বিচারকদের মন জয় করে নেন। শুধু গানই নয়, পিয়ানো, তবলা, মাউথঅর্গান, ড্রামস্, গীটার সহ প্রায় সব বাদ্যযন্ত্রই তাঁর নখদর্পণে। কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে অমিত কুমার, রণধীর কাপুর, ধর্মেন্দ্র, নীতু সিং, রেখা সকলেই মুগ্ধ হয়েছেন পবনদীপের গানে।
দর্শকের কাছ থেকেও অগুণতি প্রশংসা কুড়িয়েছেন বছর ২৫-এর এই শিল্পী। পবনদীপের গানে উথালপাথাল হয়েছে নেটাগরিকদের হৃদয়। ১৫ অগাস্ট ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের টানা ১২ ঘন্টার অনুষ্ঠানে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন পবনদীপ রাজন।
ফাইনালে ‘কাফিরানা’, ‘হাওয়ায়ে’, ‘সাডা হক’, ‘নাদান পরিন্দে’ গানগুলি গেয়েছেন পবনদীপ। এদিন তাঁর সুমধুর কণ্ঠে মুগ্ধ হয়েছেন বিচারক থেকে শুরু করে দর্শক। অনুরাগীদের ভালবাসা তাঁকে আরও অনুপ্রাণিত করেছে। আর সেই কারণেই এদিন ওই রিয়্যালিটি শো’য়ে প্রথম স্থানে জায়গা করে নেন সবার প্রিয় পবনু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584