নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রেশম ঝাঁপি থেকে শুরু করে ভালোবাসা ডট কম, টাপুর টুপুর, অন্দরমহল, এখানে আকাশ নীল, ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে সহ বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পায়েল। জার্নি আজও অব্যাহত। তবে, এবার একটু অন্য ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি।
লিখে ফেললেন একটি বই। মৃত্যুর পরে জীবনকে নতুন ভাবে চেনার উপায় নিয়ে পায়েল সরকার লিখলেন ‘বাস্তব- ওয়ান্টেড রিয়েলিটি’। মৃত্যুর পর ঠিক কী হয়, পরজন্ম কি সত্যিই আছে?- এর সঠিক তথ্য জানা নেই কারো। মানুষের নানারঙের কৌতূহলের অবসান ঘটিয়ে এবং অজানা তথ্যকে বাস্তবে রূপায়িত করার প্রচেষ্টায় লেখা ‘বাস্তব- ওয়ান্টেড রিয়েলিটি’ খুব শীঘ্রই প্রকাশিত হবে।
আরও পড়ুনঃ সুখবর দিল সুচন্দ্রা!
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বইটির প্রচ্ছদ পোস্টার সামনে এসেছে। পোস্টার ডিজাইন করেছেন রাজদীপ ঘোষাল এবং পেজ ডিজাইন এ আছে সান মিডিয়া এবং সোমনাথ চক্রবর্তী ফিল্মস-এর ডিরেক্টর সোমনাথ ( দীপক ) চক্রবর্তী। দি কোরাল পাবলিকেশন থেকে চলতি বছরেই প্রকাশিত হওয়ার কথা বইটির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584