নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
মজার ছাঁচে মিষ্টি প্রেমের গল্প বলতে আসছে বাংলা ছবি ‘কড়াপাক’। প্রেমিক যুগলের ভূমিকায় দেখা যাবে পায়েল সরকার এবং সৌরভ দাসকে। মজাদার চরিত্রে সৌরভ বরাবরই সিদ্ধহস্ত।
আর রোম্যান্টিসিজমে পায়েলও অনবদ্য। এই দুয়ের মিশেলে বাংলা ছবির জগতে এক অন্য রসায়ন তৈরি হতে পারে বলে আশা করা যায়। বাকিটা বলবে ২১ ফেব্রুয়ারি। কারণ ওই দিনই দর্শকের দরবারে আসছে ‘কড়া পাক’।
ছবির কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন সৌরদীপ বন্দ্যোপাধ্যায়।
ছবির প্রোমোশনে এক স্বনামধন্য গয়না প্রস্তুতকারী সংস্থায় হাজির হন অভিনেত্রী পায়েল সরকার। সংস্থাটি নিয়ে এসেছে তার ভ্যালেন্টাইন ডে স্পেশাল জুয়েলারি কালেকশন ‘মাণিক্য’।
আরও পড়ুনঃ ‘তুমি কি সেই?’-এর হাত ধরে দেবশ্রীর কামব্যাক
এর উদ্বোধন করেন অভিনেত্রী। গয়নার ডিজাইন সকলের সামনে তুলে ধরেন সংস্থার কর্ণধার রূপক সাহা এবং পায়েল সরকার।
ভালোবাসার দিনে সঙ্গীকে ঠিক কেমন উপহার দেওয়া যেতে পারে তা নিয়েও অনেক কথা বলেন অভিনেত্রী। আর এই প্রসঙ্গে ‘মাণিক্য’র অত্যাধুনিক, ঐতিহ্যবাহী এবং চটকদারি ডিজাইনের ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584