জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। আজ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে কান্দির অন্তর্গত জীবন্তি মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শোক পালন করা হয়। প্রথমে এক মিনিট নিরাবতা পালন করা হয় এবং তারপর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহলন্দী ২ অঞ্চলের প্রধান মাননীয়া হামিদা বিবি, উপপ্রধান আশিস কুমার মন্ডল, মহলন্দী ২ অঞ্চলের তৃণমূল সভাপতি আবুল কালাম ও পরিচালক বাহাদুর সেখ সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য এবং কর্মীবৃন্দ। প্রয়াত মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপপ্রধান বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায় একজন বড় জননেতা ছাড়াও একজন অভিজ্ঞ মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে একটি একটি যুগের অবসান হল।‘
আরও পড়ুনঃ সালারে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল অভিষেক ব্যানার্জির জন্মদিন
প্রধান হামিদা বিবি বলেন, ‘তাঁর প্রয়াণ রাজ্য রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। এদিন তাঁর প্রতি সম্মান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতেই এদিনের কর্মসূচি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584