মনিরুল হক,কোচবিহারঃ
গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত হয়ে ওঠা দিনহাটা ১ নং ব্লকের গিতালদহে শান্তির দাবিতে মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। শনিবার তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা এলাকায় শান্তির দাবিতে মিছিলে হাঁটেন। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের গিতালদহ ১ অঞ্চল সভানেত্রী নুরি বেগম। এছাড়া মিছিলে হাঁটেন তৃণমূল নেত্রী পঞ্চায়েত সদস্যা বিজলী বিবি, নুরনাহার বিবি ও অন্যান্য মহিলা নেত্রী ও কর্মীরা। এদিন গিতালদহ দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে মহিলারা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবির পাশাপাশি অশান্তির ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এছাড়াও এদিনের মিছিল থেকে পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়েও সরব হয় মহিলারা।
গত পঞ্চায়েত নির্বাচনের আগের থেকেই গীতালদহে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে অশান্তি চলছে বলে অভিযোগ। যুব ও মাদারের সংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটেছে গীতালদহে। এমনকি পুলিশ সংঘর্ষ প্রতিহত করতে গেলে পুলিশের উপরেও আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এই অশান্তির বিরুদ্ধে শান্তির দাবিতে এদিন মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেস। এদিনের মিছিলে গিতালদহ এলাকার কয়েকশো মহিলা সামিল হন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584