ব্যাকলগের অজুহাতে মালদহ মেডিকেলে লালারসের নমুনা পাঠাচ্ছে না রায়গঞ্জ

0
60

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে লালারস পরীক্ষা বকেয়া থাকায় এক সপ্তাহ ধরে জেলা থেকে সেখানে লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়নি। জেলায় করোনা চিকিৎসায় নিযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের লালারস পরীক্ষার ব্যবস্থা না করার অভিযোগ উঠেছে জেলা স্বাস্থ্য দফতর ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

raiganj hospital | newsfront.co
ফাইল চিত্র

এক সপ্তাহেরও বেশি সময় ধরে জেলা থেকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষার জন্য লালারস পাঠানো হচ্ছেনা বলেও অভিযোগ।রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালের কোনও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর করোনার প্রাথমিক উপসর্গ মিললে, নিশ্চয়ই তাদের লালারস পরীক্ষা করানো হবে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু

এক সপ্তাহেরও বেশি সময় ধরে জেলা থেকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে লালারস পরীক্ষার জন্য না পাঠানোর বিষয়েও মুখ খোলেনি জেলা স্বাস্থ্য দফতর। জেলার সিএমওএইচ রবীন্দ্রনাথ প্রধানের দাবি, নিয়ম মেনেই জেলায় করোনা মোকাবিলা ও চিকিৎসার কাজ চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here