নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে, মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে মুখে মাস্ক পরে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার নির্দেশ দিয়েছিলেন।
এদিন মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে তোয়াক্কা না করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ইন্দাবাজারে সোমবার সকাল থেকেই দেখা যায়, মাস্কহীন হয়ে বাজারে ভিড় ক্রেতা ও বিক্রেতাদের। আর সেই চিত্রই উঠে এল আমাদের ক্যামেরায়।
দেশ তথা রাজ্যে যে হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সেই সংখ্যাকেই ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করলো রাজ্য সরকার। আর সরকারের এই নির্দেশকে উপেক্ষা করে মুখে মাস্ক লাগানো ছাড়াই দেদার বাজার-হাট করছে শহরের মানুষজন।
আর এই কারণেই ইতিমধ্যেই তৎপর হয়ে গিয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন। এদিন খড়গপুর লোকাল থানা মোড়ে কিছু মানুষেরা মাস্ক না পরে বাইরে বের হলে, সরাসরি তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আরও পড়ুনঃ ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত এলাকায় খোলা মদের দোকান, বিক্ষোভ গ্রামবাসীদের
শুধু তাই নয়, সেই সব মানুষদের এখনও সচেতন করা হচ্ছে প্রশাসনের তরফে, যাতে বাইরে প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ি থেকে বের না হয়। এমনকি যদিও বাইরে প্রয়োজনে বের হতে হয়, তাহলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে তবেই বাইরে বের হওয়ার বার্তা পুলিশ প্রশাসনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584